“পুরানো স্মৃতি”
কবিতা সামন্ত।
বসে বসে ভাবছি মনে মনে,
পুরানো টা চলে যাবে—নতুন আসবে কতো দিনে।
ওই বুঝি বা এলো সেই দিনটা!!!
খুশির যেন বাঁধ ভেঁঙেছে—উল্লাশেতে ভরেছে সবার মনটা।
কেউ কি দেখেছো ভেবে—পুরানো না থাকলে,
নতুন আসতো কেমন করে?
নতুনের আসা ভেবেই—আনন্দেতে উঠেছো মেতে
পুরানো কে ছেড়ে।
পুরানো যদি না থাকতো—তবে স্মৃতি গুলো ফিরে আসতো না তো মনে,
ভালো খারাপ সব কিছুতেই জল কি আর ভরতো দুনয়নে?
তাই বলি পুরানো তুমি মনের মাঝে এসো বারেবারে!!!
স্মৃতি গুলো কে পাবো ফিরে তোমারি হাত ধরে।
ওগো পুরানো তুমি ফিরে এসে ধরো জড়িয়ে,
তোমার আসায় দুনয়নে ঝর্না দেবো ঝড়িয়ে।।