কিয়ামত
🌱 🌱 🌱 🌱 লেখকঃসাজু আহমেদ।
✍️✍️✍️✍️✍️✍️✍️
✍️✍️✍️✍️✍️✍️✍️
হঠাৎ একদিন _
ঘড়িতে ঠিক তখন দুপুর বারটা বাজে,
সূর্য ডুবিয়ে গেল নেমে এল আঁধার।
নেই কেউ চার পাশে কেন আমার,
চারিদিকে শুধু মানুষের চিৎকার।
হাহাকার,হুংকার,অন্ধকার,
কে যেন ডাকছে আমায় হাতছানি দিয়ে,
এই দিকে এসো মুক্তি পাবে।
মুক্তি পাবে আজকের এই কঠিন যুদ্ধে,
মুক্তি পাবে কিয়ামত থেকে কিয়ামতের- প্রান্তরে।
কে ডাকছে আমাকে,দেখি কেউ না,
এ যেন সবই ছলনা।
বাবা,মা,ভাই,বোন,স্মামী,স্ত্রী,আত্মীয় সজন
কার ডাকে কেউ সাড়া দিবে না।
সবাই সবার জীবন নিয়ে ভাববে,
একি হচ্ছে আমার হৃদয় কণা।কঠিন হবে সেই দিন,
এক হাতে রবে আগুন,অন্য হাতে রবে_
সব পাপ পন্যের হিসাবের সর্বাক্ষীন।
হিসাব হবে সবার রক্ষা পাবে না কেউ,
পৃথিবীতে যারা খোদা কে ভুলে-
টাকা কে করেছিল সম্বল।
নিঃছতব্দ, নিরালায়,নদীর স্রোত থেমে যায়
সূর্য নামিয়ে আসবে মাথা থেকে যার-
উচ্চতা হবে দশ হাত।
ছুটাছুটি করবে সবাই চারিদিকে,
সবশেষে,সবক্ষানে,সর্বাঙ্গনে।
পৃথিবীর ঘূর্নয়ন বদ্ধ হয়ে যাবে,
সূর্য এক পাশে স্থির ভাবে দ্বাড়াবে।
দিন থেকে রাএী নেমে আসবে আঁধার,
তবে জীবনের শেষ হবেনা,কোথায় কোন –
প্রান্তে গেলে কেউ মুক্তি পাবেনা।
এমন নিষ্ঠুর হবে সেই দিন-
যারা খোদাকে ভুলে গিয়েছিল পৃথিবীর সমক্ষীন।
একটি সেকেন্ড,একটি মিনিট,একটি ঘণ্টা,
একটি দিন,
কাউকে ছাড় দিবেনা,পৃথিবী থেকে,কিয়ামতের দিন।সেই দিন হবে নিঃছব্দ চারিদিকে হবে অন্ধকার,
থেমে যাবে পৃথিবীর সব হুংকার,
হবে কিয়ামত,
সবাই তাকিয়ে থাকবে,দেখবে শুধু হাহাকার,
বলতে কিছু পারবনা।
সেই দিন যার কিয়ামত নাম হবে যেই দিন।
ঘড়িতে ঠিক তখন দুপুর বারটা বাজে,
সূর্য ডুবিয়ে গেল নেমে এল আঁধার।
নেই কেউ চার পাশে কেন আমার,
চারিদিকে শুধু মানুষের চিৎকার।
হাহাকার,হুংকার,অন্ধকার,
কে যেন ডাকছে আমায় হাতছানি দিয়ে,
এই দিকে এসো মুক্তি পাবে।
মুক্তি পাবে আজকের এই কঠিন যুদ্ধে,
মুক্তি পাবে কিয়ামত থেকে কিয়ামতের- প্রান্তরে।
কে ডাকছে আমাকে,দেখি কেউ না,
এ যেন সবই ছলনা।
বাবা,মা,ভাই,বোন,স্মামী,স্ত্রী,আত্মীয় সজন
কার ডাকে কেউ সাড়া দিবে না।
সবাই সবার জীবন নিয়ে ভাববে,
একি হচ্ছে আমার হৃদয় কণা।কঠিন হবে সেই দিন,
এক হাতে রবে আগুন,অন্য হাতে রবে_
সব পাপ পন্যের হিসাবের সর্বাক্ষীন।
হিসাব হবে সবার রক্ষা পাবে না কেউ,
পৃথিবীতে যারা খোদা কে ভুলে-
টাকা কে করেছিল সম্বল।
নিঃছতব্দ, নিরালায়,নদীর স্রোত থেমে যায়
সূর্য নামিয়ে আসবে মাথা থেকে যার-
উচ্চতা হবে দশ হাত।
ছুটাছুটি করবে সবাই চারিদিকে,
সবশেষে,সবক্ষানে,সর্বাঙ্গনে।
পৃথিবীর ঘূর্নয়ন বদ্ধ হয়ে যাবে,
সূর্য এক পাশে স্থির ভাবে দ্বাড়াবে।
দিন থেকে রাএী নেমে আসবে আঁধার,
তবে জীবনের শেষ হবেনা,কোথায় কোন –
প্রান্তে গেলে কেউ মুক্তি পাবেনা।
এমন নিষ্ঠুর হবে সেই দিন-
যারা খোদাকে ভুলে গিয়েছিল পৃথিবীর সমক্ষীন।
একটি সেকেন্ড,একটি মিনিট,একটি ঘণ্টা,
একটি দিন,
কাউকে ছাড় দিবেনা,পৃথিবী থেকে,কিয়ামতের দিন।সেই দিন হবে নিঃছব্দ চারিদিকে হবে অন্ধকার,
থেমে যাবে পৃথিবীর সব হুংকার,
হবে কিয়ামত,
সবাই তাকিয়ে থাকবে,দেখবে শুধু হাহাকার,
বলতে কিছু পারবনা।
সেই দিন যার কিয়ামত নাম হবে যেই দিন।