সাগাই
সাইবানী বর্মন
এই বার কয় বিঘা,
জমি লিজ নিয়া ৷
আলু গাড়মো,
খায়া না খায়য়া ৷
হিমঘর থাকি আনিল,
আলুর বিচন ৷
তার মধ্যে কিছু আলুত,
ধইরচে পচন ৷
আলুর ওষুধ কিনি,সার কিনি,
আরো কিষসানের টাকা ৷
আলু কোনা, গাড়তে-গাড়তে,
হাতো হইলেক ফাঁকা ৷
বাড়িত নাগচে এ্যলা,
আলু গাড়ার তাল ৷
এই সময় নাই মোর,
শরীল টা ও ভাল ৷
দৌড়াদৌড়ি কাজের তাল,
তালে না পাই ৷
এই সমায় বাড়িত,
আসিল সাগাই ৷
কাটা আলুর ডাইল আনদুলুং,
তারে করোং ভাজা ৷
দিঘি থাকি মারি আনিল,
সাটি মাছ তাজা ৷
খায়া-দায়া সাগাই কয়,
ডিকারি তুলি ৷
পচা আলুর ডাইল কোনা,হিনা–
আন্দিচেন ভালে করি !
বিচিনাত গডডীয়া সাগাই,
দ্যয় গড়াগড়ি ৷
বেলা ভাটি উটি কয়,
ব্যাড়াই টারি বাড়ি ৷
একে তো ছাওয়া ধরি,
কাজও কিতায় কম ?
সাগাই আজি, যাবার ও না চায়,
এ্যতোয় বেশরম ৷৷
জমি লিজ নিয়া ৷
আলু গাড়মো,
খায়া না খায়য়া ৷
হিমঘর থাকি আনিল,
আলুর বিচন ৷
তার মধ্যে কিছু আলুত,
ধইরচে পচন ৷
আলুর ওষুধ কিনি,সার কিনি,
আরো কিষসানের টাকা ৷
আলু কোনা, গাড়তে-গাড়তে,
হাতো হইলেক ফাঁকা ৷
বাড়িত নাগচে এ্যলা,
আলু গাড়ার তাল ৷
এই সময় নাই মোর,
শরীল টা ও ভাল ৷
দৌড়াদৌড়ি কাজের তাল,
তালে না পাই ৷
এই সমায় বাড়িত,
আসিল সাগাই ৷
কাটা আলুর ডাইল আনদুলুং,
তারে করোং ভাজা ৷
দিঘি থাকি মারি আনিল,
সাটি মাছ তাজা ৷
খায়া-দায়া সাগাই কয়,
ডিকারি তুলি ৷
পচা আলুর ডাইল কোনা,হিনা–
আন্দিচেন ভালে করি !
বিচিনাত গডডীয়া সাগাই,
দ্যয় গড়াগড়ি ৷
বেলা ভাটি উটি কয়,
ব্যাড়াই টারি বাড়ি ৷
একে তো ছাওয়া ধরি,
কাজও কিতায় কম ?
সাগাই আজি, যাবার ও না চায়,
এ্যতোয় বেশরম ৷৷