অনামা
🌱 🌱 🌱
🌱 🌱 🌱
সরস্বতী অধিকারী
🌱 🌱 🌱 🌱 🌱 রক্ত দিয়ে ঘাম বেরোচ্ছে
সদ্য মৃত দু’টি চোখে
মানবিক ইশারা।
সদ্য মৃত দু’টি চোখে
মানবিক ইশারা।
পথ ফেরৎ জটিলতায়
আবদ্ধ অভিমানী নগ্ন দেহ
বারোয়ারি দুর্গার বিসর্জন
দশমী স্তব্ধ।
আবদ্ধ অভিমানী নগ্ন দেহ
বারোয়ারি দুর্গার বিসর্জন
দশমী স্তব্ধ।
পাড়ার মাস্টারমশাই
বক্তৃতায় ব্যস্ত
দেহটা তখনও অব্ধি
প্রাথমিক ভাবে উদ্বৃত্ত।
______ o ______
– সরস্বতী অধিকারী
বক্তৃতায় ব্যস্ত
দেহটা তখনও অব্ধি
প্রাথমিক ভাবে উদ্বৃত্ত।
______ o ______
– সরস্বতী অধিকারী