Spread the love

কবিতা:- সবুজ প্রেম

 ———————–

 

 শিবানী চ্যাটার্জ্জী ( ভারত ) 

 

 

শাল মহুয়ার জঙ্গলে

একটু বাঁচার আশ,

সবুজের হাতে হাত রেখে

বিশুদ্ধ নিঃশ্বাস।

 

কালো কার্বন যন্ত্রণা আজ,

পৃথিবীর চোখে জল,

ভরিয়ে তোলো বিশ্বজুড়ে

শাল মহুয়া জঙ্গল।

 

খুশি মনে দাও ডানা মেলে

নীল আকাশের গায়,

সবুজের সুখে বসত বাড়ি

কে আর ছাড়তে চায়?

 

শুদ্ধ শ্বাসে সবুজ ঘাসে

লুটোপুটি খেতে চল,

হাতছানি দিয়ে ডাকছে কেমন

শাল মহুয়া জঙ্গল।

 

হেমন্তের এই সুখের পরশ,

ভোরের শিশির বিন্দু,

বনে-বনে আজ উঠুক গড়ে

প্রেমের সবুজ সিন্ধু।

 

শহর থেকে অনেক দূরে

গ্ৰামের সবুজ ডাকে,

মাঝে মাঝেই উঁকি দিতে ছুটি

শাল মহুয়ার ফাঁকে।

 

দূষণমুক্ত পৃথিবী গড়তে

সবুজে অমৃত পান,

সবুজের সাথে সুর মিলিয়ে

আগামীর জয়গান।

******************************

কবি পরিচিতি: 

শিবানী চ্যাটার্জ্জী ( Sibani Chatterjee, poetess)। হুগলী জেলা। পশ্চিমবঙ্গ, ভারত। বাবা স্বর্গীয় হিমাংশু আচার্য্য, মা শ্রীমতী বিজয়া আচার্য্য বর্তমান। কর্ম ও সংসার জীবনের ব্যস্ততার মধ্যে অনেকটা সময় পেরিয়ে আসা। ২০২০ লকডাউনের সময় থেকে কলম ধরার সচেষ্ট প্রয়াসে সামিল। অবসরের সময়ে এখন কলমের আঁকিবুকি ভালোলাগার স্বার্থে। অপার প্রাপ্তি যেন অলক্ষ্যে। ইতিমধ্যে দুখানি একক কাব্য গ্ৰন্থ ও প্রায় একশত সংকলনে গল্প কবিতা প্রকাশিত হয়েছে। “শব্দের হামাগুড়ি” — ২০২১ সালে ডিসেম্বরে, “অণুঋতা” — ২০২২ সালে ডিসেম্বরে, দুটি প্রকাশিত কাব্যগ্ৰন্থ, “চক্রবর্তী এন্ড সন্স প্রকাশনী” থেকে। ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *