এ গাছ থেকে ও গাছে
আবার কখনো ঐ নীলআকাশে , যখন যেখানে মন চাই …. তখন সেখানে উড়ে চলে যায় ।
আবার কখনো ঐ নীলআকাশে , যখন যেখানে মন চাই …. তখন সেখানে উড়ে চলে যায় ।
আমরা তো শুধু উড়তেই ভালোবাসী ।
বোঝনা কি তোমরা ? ………
পাখি হয়ে জন্মেছি …. উড়তে ভালোবাসি আমরা ।
পাখি হয়ে জন্মেছি …. উড়তে ভালোবাসি আমরা ।
কি এমন পাকা ধানে মই দি তোমাদের ?
…….. খাঁচায় বন্দী করে রাখো আমাদের ?
…….. খাঁচায় বন্দী করে রাখো আমাদের ?
বোঝনা কি তোমরা বন্দীর বেদনা ?
…… সোনার খাঁচাতে ও থাকে পরাধীনতার ……….
……….. যন্ত্রনা ।।
…… সোনার খাঁচাতে ও থাকে পরাধীনতার ……….
……….. যন্ত্রনা ।।