প্রাপ্তি
সন্তু বিশ্বাস
🌱 🌱 🌱 🌱
প্রভাতের সুকরুন সুভ্রতা মনের প্রেয়সী কে দিল রাঙিয়ে
প্রভাতের সুকরুন সুভ্রতা মনের প্রেয়সী কে দিল রাঙিয়ে
হ্দয় পূর্নতার আনেন্দ, সীমাহীন সুখের চূড়ায়
শুরু গোপন আবেগের মিঠেল সুঘ্রাণ,
চুপিচুপি মন জমিতে মোহিত ধনীর উপাসর;
আলোর জোয়ারে বানভাসী মম চিত্ত
ছুটলো এক নীল আকাশের পানে
একমুঠো মিস্টি রোদের টানে।।
একমুঠো মিস্টি রোদের টানে।।
যান্রিক প্রান যদিও যুদ্ধ করে তোমাকে কাছে পাওয়ার
তোমাই না পেয়েই যে আমি পেয়েছি ….
ওগো,আমার মনের-কোনে লুকিয়ে থাকা প্রেম
এসেছো তুমি হাজার বছর পরে
সবুজ ঘেরা গোলাপ দিঘির ধারে
এসেছো তুমি হাজার বছর পরে
সবুজ ঘেরা গোলাপ দিঘির ধারে
তোমাই আজ বিশ্ব-প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়ে
আমি তোমার হলাম !
আমি তোমার হলাম !
নিরব সময় দুহাত তুলে ডাকে
শোনায় তোমার গল্প
আমার নেশাতীত প্রান সুরার মতো পান করে
তোমার মোহের মাধুরী।
শোনায় তোমার গল্প
আমার নেশাতীত প্রান সুরার মতো পান করে
তোমার মোহের মাধুরী।
অবশেষে… অবশেষে আমিও
জানি, সমাজের দূষিত ধোয়া তোমাই কালি মাখায়
জানি, সমাজের দূষিত ধোয়া তোমাই কালি মাখায়
তাই বুঝি তুমি এত সুন্দর !
আমার সমস্ত মনটা বন্দী ওই হৃদকমল কারাগারে
আমার সমস্ত মনটা বন্দী ওই হৃদকমল কারাগারে
যদিও যান্ত্রিক মন চায় তোমাই কাছে পেতে –
কিন্তু, তোমাই না পেয়েই যে আমার পাওয়া !
কিন্তু, তোমাই না পেয়েই যে আমার পাওয়া !