প্রত্যাশা
সত্যেন্দ্রনাথ পাইন
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
শত ভুল করি ফিরি দ্বারে দ্বারে
দেশে দেশে নদী তরঙ্গ তীরে
সে অন্যায় পাপ। হে প্রাণনাথ
কর অবসান প্রত্যাশা শত
নীরবে পরায়ে দিও মাধুর্যমালা
যেথা জন্মে ক্ষোভ দুঃখ অন্তর্জ্বালা।
হে মঙ্গলময়, শেখাও বারম্বার
করিতে কর্ম ত্যজি আত্ম- অহংকার
পৃথিবীর কর্মশালা দিক শুভ্র হাস
ছিন্ন করি দিক অনন্ত আশ্বাস।।
আর শেখাও না হতে ভীত কর্মহীন
সর্বত্র কর তারে সর্বদা সক্ষম স্বাধীন।
দূর কর যত লাজ লজ্জা ভয়
আর ধুলি ‘পরে সকল কর্মে হইতে নির্ভয়।।
দেশে দেশে নদী তরঙ্গ তীরে
সে অন্যায় পাপ। হে প্রাণনাথ
কর অবসান প্রত্যাশা শত
নীরবে পরায়ে দিও মাধুর্যমালা
যেথা জন্মে ক্ষোভ দুঃখ অন্তর্জ্বালা।
হে মঙ্গলময়, শেখাও বারম্বার
করিতে কর্ম ত্যজি আত্ম- অহংকার
পৃথিবীর কর্মশালা দিক শুভ্র হাস
ছিন্ন করি দিক অনন্ত আশ্বাস।।
আর শেখাও না হতে ভীত কর্মহীন
সর্বত্র কর তারে সর্বদা সক্ষম স্বাধীন।
দূর কর যত লাজ লজ্জা ভয়
আর ধুলি ‘পরে সকল কর্মে হইতে নির্ভয়।।