আমার আমিত্বে তুমি
✍️সত্য দেব পতি✍️
**************
আমি ভুলতে পারি না নির্জনে থাকা একলা দুপুর-
আমার মনে পড়ে যায় জৈষ্ঠ্য রোদে শুকনো পুকুর,
আমি দেখেছি বৈশাখী ঝঞ্জার তান্ডব,
আমি! আশ্বিনের ঝড়ে উড়ে আসা অকালকুষ্মান্ডব—
আমি ভাদুরে বানের জল…
আমি কুয়াশায় ভেজা ফল;
আমি শীতল আধাঁর রাত্রি`
আমি বসন্ত সহযাত্রী।
**************
আমি ভুলতে পারি না নির্জনে থাকা একলা দুপুর-
আমার মনে পড়ে যায় জৈষ্ঠ্য রোদে শুকনো পুকুর,
আমি দেখেছি বৈশাখী ঝঞ্জার তান্ডব,
আমি! আশ্বিনের ঝড়ে উড়ে আসা অকালকুষ্মান্ডব—
আমি ভাদুরে বানের জল…
আমি কুয়াশায় ভেজা ফল;
আমি শীতল আধাঁর রাত্রি`
আমি বসন্ত সহযাত্রী।
আমি বাতাসে ভাসাই ভেলা-
আমি করি অশনী কে নিয়ে খেলা,
ভালোবাসা ময় নদীতে ভাসাই
আমার প্রেমের তরী-
আমি উল্লাসটাকে আপন বলে
দুইহাতে চেপে ধরি।
আমি জানি না তোমার সাথে কেন এতো বলি?
না বলা কথার রসদ নিয়ে সবকথা গুলো লিখে ফেলি!
তুমি যে আমার আপন আমিতে
জীবনের সব কথা…
তুমি না আসিলে আমার আমিতে
সকরুণ নীরবতা।
আমি করি অশনী কে নিয়ে খেলা,
ভালোবাসা ময় নদীতে ভাসাই
আমার প্রেমের তরী-
আমি উল্লাসটাকে আপন বলে
দুইহাতে চেপে ধরি।
আমি জানি না তোমার সাথে কেন এতো বলি?
না বলা কথার রসদ নিয়ে সবকথা গুলো লিখে ফেলি!
তুমি যে আমার আপন আমিতে
জীবনের সব কথা…
তুমি না আসিলে আমার আমিতে
সকরুণ নীরবতা।