Spread the love
এ জনম স্বার্থপর 
                শ্যামল চট্টোপাধ্যায়
                      ………………..
আমরা মানুষ হয়ে
জন্ম নিলাম,
মানুষকে তাহলে,
কি  দিলাম।
শুধু শোষণ করে নিলাম।
আমরা তাহলে এই পৃথিবীতে,
গব’ করে মানব জনম নিলাম।
না পারালাম
তাদের কিছু করতে
অবহেলিত মানুষের পাশে
না পারলাম দাড়াতে।
গেলাম ভাঙতে
পারলাম না গড়তে।
স্বাথ’   নিলাম,
স্বাথ’পর হলাম।
এমন করে বললাম
যে আমরা মানুষ জনম নিলাম।
কেন একটাই কারন
যা এখানে নেই বারণ।
সমাজের কাছে,
কিছু স্বাথ’পরতা মানুষ,
কথার মাঝে
শুধু মিথ্যা জড়িয়ে আছে।
তারাই হয় নাকি,
এই মহান সমাজের পরম কাজের।
সেই করলাম
স্বাথ’ নিলাম
আবার সব সময় বলার
কথায় মানুষ হলাম।।
শেষ………………….
Lake town, Panchanantala, Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *