Spread the love
অপমৃত্যু
                      ======
               ।।শ্যামল কুমার রায়। ।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
মান্ডবীর মৃত্যু?একটা অস্বাভাবিক মৃত্যু
বছর আটত্রিশের তাজা যুবতী গৃহবধূর লাশ
মর্গে পড়ে উত্তাপহীন একটা মৃতদেহ মাত্র।
কী চেয়েছিল স্বামী সোহাগী মান্ডবী?
স্বামীর ভালোবাসা, শাশুড়ির মাতৃস্নেহ,
আর, আর, আর একটা ভরাট সংসার।
অন্যায় চাওয়া?বেশি চাওয়া?অনভিপ্রেত চাওয়া?
ঠিক বুঝে উঠতে পারেনি, বছর একুশের তরতাজা তরুণী মান্ডবী।
আর স্বামী মৃদুল? একটা আস্ত শিক্ষিত মূর্খ।
গোটাকতক ভারী বই পড়েছে বটে
কিন্তু, সংসারে? একেবারে বেমানান সে।
নিজের মায়ের সাজানো কথাগুলোকেই
ধ্রুব সত্যি বলে মনে করে।
তাহলে ওর চিন্তা, চেতনা?ক্লোরোফর্মে বন্দি!
অদ্ভুত! ভারী অদ্ভুত!
কিন্ত, মান্ডবীর বিলম্বিত মাতৃত্ব?
তাও নাকি ওর কুলটা হওয়ার ফল!
অথচ বহু কাঙ্খিত বিলম্বিত মাতৃত্বে-
পরিমিত মাতৃদুগ্ধ? তাও ওরই দোষে!
অপরাধী,চরম বৈবাহিক অপরাধী মান্ডবী।
নিত্য পৈশাচিক অত্যাচার, গঞ্জনা –
আর না।
শেষ হতে হবে এবার? কি শেষ?
সব প্রশ্নের একটাই উত্তর – আত্মঘাতী মান্ডবী।
           ———————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *