প্রিয় বন্ধু
🌱🌱🌱
🌱🌱🌱
শুদ্ধশীল ঘোষ
🌱 🌱 🌱 🌱
গাছকে বসাও গাছকে বাঁচাও
গাছকে তোমরা কেটো না,
গাছ যে মোদের পরম বন্ধু
গাছকে হত্যা কোরোনা,
গাছ জোগাচ্ছে বাঁচার খোরাক
দিচ্ছে ছায়া রোদ্দুরে
গাছ আনছে বৃষ্টি বাদল
ফলছে ফসল তার তরে,
বন্ধু করো বন্ধু করো
গাছকে তোমরা বন্ধু করো
গাছ যে মোদের প্রিয় বন্ধু
ভুলিও না ভাই একটিবার ও,
একটি গাছ একটি প্রাণের
মন্ত্র জাগাও আজ প্রাণে
তাইতো বলি গাছ কেটোনা
গাছ বসাও সবখানে।
গাছকে বসাও গাছকে বাঁচাও
গাছকে তোমরা কেটো না,
গাছ যে মোদের পরম বন্ধু
গাছকে হত্যা কোরোনা,
গাছ জোগাচ্ছে বাঁচার খোরাক
দিচ্ছে ছায়া রোদ্দুরে
গাছ আনছে বৃষ্টি বাদল
ফলছে ফসল তার তরে,
বন্ধু করো বন্ধু করো
গাছকে তোমরা বন্ধু করো
গাছ যে মোদের প্রিয় বন্ধু
ভুলিও না ভাই একটিবার ও,
একটি গাছ একটি প্রাণের
মন্ত্র জাগাও আজ প্রাণে
তাইতো বলি গাছ কেটোনা
গাছ বসাও সবখানে।