কাব্যপট
শম্ভুনাথ রাউত
🌱 🌱 🌱 🌱 🌱
অনেক কবি অনেক লেখা সেমিনারে হবে দেখা গল্প ছড়া সাহিত্য চর্চায় কাব্যপট শ্রেষ্ঠ একা।
🌱 🌱 🌱 🌱 🌱
অনেক কবি অনেক লেখা সেমিনারে হবে দেখা গল্প ছড়া সাহিত্য চর্চায় কাব্যপট শ্রেষ্ঠ একা।
হৃদয়ের স্বপ্ন মনের কথা এখানে সবাই লিখবেন কলম সৈনিক কলম ক্ষমতায় সুখ দুঃখ হাসি জানাবেন।
বঙ্গ গৌরব বঙ্গ দেশে দেরি হলেও এসে আশির্বাদ শুভকামনা দেবেন সকলে ভালবেসে।
আমি থাকি না থাকি বড় কথা নয় বন্ধু একদিন হবে কাব্যপট সাহিত্যের সেরা সিন্ধু।।