কবিতা
———————–
লিপি নস্কর ( কলকাতা, ভারত)
ওগো কবিতা
কত সুন্দরী মনমোহিনী
মনোবিতানু সারিনি।
তুমি কবিতা শ্যাম বর্ণনা শ্যামলী লতা,
আদর্শ বৃক্ষকে জড়িয়ে পরিপূর্ণ।
কবিতা তুমি লস্যময়ী,
নিন্দাতে তুমি হাসনা,
হাসো প্রশংসাতে, উদ্দীপনাতে ।
প্রশংসাতে কৃপণ নও তুমি
নিঃস্বার্থ ভালোবাসায় প্রেমময়ী তুমি।
কবিতা আমার,
ঘোমটাতে থাকা মুখখানি
অধ নিমীলিত অক্ষি।
অন্তরে অন্তরীক্ষা তুমি,
লাজুক সজল নয়নের বন্ধ চোখে —
উদ্ভাসিত অন্তর জগতের রাজকন্যা।
আমার কবিতা
আমার প্রেম ও শান্তি দায়িনী,
আমার শক্তি
সকলের প্রানো সঞ্চারিনী।
———————————-
———————————-
কবি সম্বন্ধে : কবি লিপি নস্কর ( Lipi Naskar, poetess.), ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক। একটি ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষিকা। Final year, Pursuing master degree in Jadavpur in engineering branch. ভালোবাসেন অনেক রকম বই পড়তে। দক্ষিন কলকাতা, ভারত।