রয়েছো দাঁড়িয়ে একা
খগেন্দ্রনাথ অধিকারী
__________________
যৌবনের রক্ততেজে
ধনের গোমরে বন্ধু
সেদিন মাড়িয়ে ছিলে
মত্তহাতির মত
ন্যায়বোধ দুপায়ে।
ঘটনার পাতা সব
জীবনের কাণ্ড থেকে
ঝরে গেছে একে একে
রয়েছো দাঁড়িয়ে একা
শীর্ণকায়া হয়ে।
যারে তুমি ভেবেছিলে
হারিয়েছো দাবার চালে
তারই হাতে পূর্ণ পাত্র
তোমার জীবন কলস
ঠনঠন বাজে।
বিধির মার যে এসব,
ফুটবে না কলি সাঁঝে,
রাতের মল্লিকা যদি
তোমার শাখেতে আসে
থাকো কামনাতে।