রণং দেহি
-সোনালী মীর
নেতার মাথা করছে ব্যাথা,একঘেয়েমি সয় না
দেশটা ভীষন শান্ত এখন,যুদ্ধ কেন হয় না
যুদ্ধটা খুব দরকারি
পানসে লাগে তরকারি
রক্ত নেশা বাড়ছে ক্রমে,রাতেও ঘুম ঠিক হয় না।
মাঝে মাঝেই বিগড়ে ওঠে নেতার দলের রসনা
চুকচুকিয়ে শমন পাঠান,করেন হঠাৎ ঘোষনা;
বিধিনিষেধ জারি করে
আমজনতার হাড্ডি চিরে
পিটায় ঢোল;দাঙ্গা বোল।হাঙ্গামা হোক চনমনা।
হাঙ্গামা তো লেগেই থাকে পূর্ব থেকে পশ্চিমে
মাঠের মাঝে লোক জুটিয়ে শোনায় নেতা বক্তিমে
বার্তা শুনে কাদা জলে
লুঙ্গি ধুতি কাছা ভুলে
খুঁড়ছে মানুষ নিজের কবর।দোষ খুঁজছ আফিমে?
ধম্ম জুড়ে রাজনীতিতে টানছে আফিম পান্ডা
মিডিয়া জুড়ে বেহায়া সুরে চলছে বাক্ বিতন্ডা
কথার পিঠে বাড়ে কথা
কে বোঝে কার মুন্ডু মাথা
মিচকে হেসে সাইকো নেতা নাচেন ধরে ঝান্ডা।
================================
About the poet:
Sonali Mir(Sahanaj Sammi), Nowda, Murshidabad, W. B., India, is a poet and Teacher. Originally in English and Bengali. exposes versatile atmosphere in poem. Studied English honours Bahrampur Girl’s College.. M. A. from Rabindrabharati University.
Presently working as an assistant Teacher. Also the Editor of a magazine named “Prampora” (পরম্পরা)
সোনালি মীরের লেখা কবিতাটি যেমন সুখপাঠ্য তেমনই অর্থবহ ও প্রাসঙ্গিক। খুব ভালো লাগলো।