প্রজাপতির জুটি
মুহাম্মদ শামসুল আরেফীন
_________ ___________
_________ ___________
প্রজাপতিরা উড়ে বেড়ায়,
মনের নান্দনিকতায়।
আকাশ পানে অজানা,
রাজ্যে পাখির মেলায়।
প্রকৃতির সাথে মিলে,
হারিয়ে যায়,
আকাশপ্রাণে।
উড়ে বেড়াই বিস্তৃত,
মাঠে ঘাটে।
মনের সুরে গান গেয়ে যায়,
নানা ফলে ফুলে।
ভ্রমরার খোজে,
প্রজাপতির দলেরা আজ,
জুটি বেধেছে।
পাখা মেলে উড়বে তারা,
সারাগ্রামে গ্রামে।
মনের নান্দনিকতায়।
আকাশ পানে অজানা,
রাজ্যে পাখির মেলায়।
প্রকৃতির সাথে মিলে,
হারিয়ে যায়,
আকাশপ্রাণে।
উড়ে বেড়াই বিস্তৃত,
মাঠে ঘাটে।
মনের সুরে গান গেয়ে যায়,
নানা ফলে ফুলে।
ভ্রমরার খোজে,
প্রজাপতির দলেরা আজ,
জুটি বেধেছে।
পাখা মেলে উড়বে তারা,
সারাগ্রামে গ্রামে।