বেকারত্বে নেশায় যুক্ত
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
(বাংলাদেশ)
——-/————
বুক ভরা এক স্বপ্ন ছিল
বাবা-মায়ের মনে
মানব গুণে পূর্ণ থাকবে
খোকার জীবন সনে।
(বাংলাদেশ)
——-/————
বুক ভরা এক স্বপ্ন ছিল
বাবা-মায়ের মনে
মানব গুণে পূর্ণ থাকবে
খোকার জীবন সনে।
আদর যত্নে বড় করে
শিক্ষা নেবার তরে
মানুষ হতে ছেড়ে দিলেন
শিক্ষালয়ের ঘরে।
শিক্ষা নেবার তরে
মানুষ হতে ছেড়ে দিলেন
শিক্ষালয়ের ঘরে।
শিক্ষা নিয়ে চাকরি খুঁজে
বেকার হওয়ার পরে
মাদক নেশায় যুক্ত হয়ে
তিলে তিলে ঝরে।
বেকার হওয়ার পরে
মাদক নেশায় যুক্ত হয়ে
তিলে তিলে ঝরে।
সুখের আশা স্বপ্নগুলো
পূরণ হয়নি বলে
মা-বাবা ও খোকার মনে
বিষাদ এলো চলে।
পূরণ হয়নি বলে
মা-বাবা ও খোকার মনে
বিষাদ এলো চলে।
বিষাদ ভরা খোকার মনে
সঙ্গী হলো নেশা
সেই নেশাতে অবশেষে
মাদক হলো পেশা।
সঙ্গী হলো নেশা
সেই নেশাতে অবশেষে
মাদক হলো পেশা।