পৌরুষত্ব
মুস্তারী বেগম
🌱 🌱 🌱 🌱
সময়রেখার উপরে শুয়ে তোমার ইচ্ছা
পোড়া মোমবাতির গন্ধে দিগশূন্য জোনাকি
তোমার চোখের সাগরে নিয়মের সুরমা
তুমি তো অনন্ত গ্রহের পুরুষ!
তোমার হাতে বিচারের চাবুক
তোমার দাঁঁতে কপাটি খিল!
মতিঝিলের মতো তোমার হৃৎপিণ্ড
মোঁচর দেওয়া কলিজায় টুপটুপ রক্ত
পুরুষ ।তোমার অঙ্গুলী হেলনে বরফ গলে
তুমি গলো কামনায়।আবার হাজার বছরের নৈশব্দের মাঝে বেঁচে থাকে তোমার তৈমুরী আস্ফালন।ফুল হাসে।বারোমাসের হাওয়া গায়ে লাগিয়ে বৃষ্টি র ফোঁটা ভারি হয়।পর্দার ওপারে যোজন দূরের ব্যবধান।সমাজের ফর্দ বড় হতে থাকে।তোমার চোখের নদী গতিপরিবর্তন করে।মোহনায় মোহনীয় লালসা ধ্বংস করে তোমার পৌরুষত্ব।
🌱 🌱 🌱 🌱
সময়রেখার উপরে শুয়ে তোমার ইচ্ছা
পোড়া মোমবাতির গন্ধে দিগশূন্য জোনাকি
তোমার চোখের সাগরে নিয়মের সুরমা
তুমি তো অনন্ত গ্রহের পুরুষ!
তোমার হাতে বিচারের চাবুক
তোমার দাঁঁতে কপাটি খিল!
মতিঝিলের মতো তোমার হৃৎপিণ্ড
মোঁচর দেওয়া কলিজায় টুপটুপ রক্ত
পুরুষ ।তোমার অঙ্গুলী হেলনে বরফ গলে
তুমি গলো কামনায়।আবার হাজার বছরের নৈশব্দের মাঝে বেঁচে থাকে তোমার তৈমুরী আস্ফালন।ফুল হাসে।বারোমাসের হাওয়া গায়ে লাগিয়ে বৃষ্টি র ফোঁটা ভারি হয়।পর্দার ওপারে যোজন দূরের ব্যবধান।সমাজের ফর্দ বড় হতে থাকে।তোমার চোখের নদী গতিপরিবর্তন করে।মোহনায় মোহনীয় লালসা ধ্বংস করে তোমার পৌরুষত্ব।
গদ্যিকা