ময়নামতী
***************
✍️মিলন পুরকাইত✍️
*************
ময়নার মা ময়নামতী,
ময়না তোমার কই?
ময়না গেছে কুটুমবাড়ি,
গাছের ডালে ওই।
কুটুম কুটুম কুটুম,
নামটি তার ভুতুম।
আঁধার রাতের চৌকিদার,
দিনে বলে শুতুম।
************
২) তুমি
************
মিলন পুরকাইত
তুমি আমার ঘুম।
তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা।।
তুমি আমার সুখ।
তবু তোমায় নিয়ে ঘর বাধিনা।।
তুমি আমার খোলা আকাশ।
কখনো সূর্য দেখিনা।।
তবু আমার দিন থেকে রাত।
আমি যে সময় জানিনা।।