রক্ত-মাংসে বিশ্বকর্মা
মহাদেব নন্দী
÷÷÷÷÷÷÷÷
বিশ্বকর্মা আছেন আজও
মোদের পাড়া গায়;
স্বপন কাকুর গ্যারেজে
রামু দাদা ভাই।
দিনের শেষে মাইনে পাই
এক’শ পঞ্চাশ টাকা
রামু ছাড়াও আরো ন’জন
আছে কর্মী রাখা।
রামু অতি দক্ষ ছেলে
কর্ম করেন ভালো;
আজ গ্যারেজে সেই জন্য
জ্বলছে হাজার আলো।
রামু গেছে মালা আনতে
পূজো হবে বলে;
আসছে মানুষ পূজো দেখতে
ওই যে দলে দলে।
এ কেমন খেলা দেখো,
ঘটলো আজের দিনে,
টুকরো টুকরো কাঁটা হলো
রোডের রেল লাইনে।
পূজোর মালা গলায় পরে
গেলেন পরলোকে
ভেঙ্গে পড়লো গ্যারেজবাসী
কাঁদছে রামুর শোকে।
রক্ত-মাংসের বিশ্বকর্মা
মরছে রাস্তা ঘাটে;
মরার পর হাজার মানুষ
ঠাকুর দেখতে জোটে।।
মোদের পাড়া গায়;
স্বপন কাকুর গ্যারেজে
রামু দাদা ভাই।
দিনের শেষে মাইনে পাই
এক’শ পঞ্চাশ টাকা
রামু ছাড়াও আরো ন’জন
আছে কর্মী রাখা।
রামু অতি দক্ষ ছেলে
কর্ম করেন ভালো;
আজ গ্যারেজে সেই জন্য
জ্বলছে হাজার আলো।
রামু গেছে মালা আনতে
পূজো হবে বলে;
আসছে মানুষ পূজো দেখতে
ওই যে দলে দলে।
এ কেমন খেলা দেখো,
ঘটলো আজের দিনে,
টুকরো টুকরো কাঁটা হলো
রোডের রেল লাইনে।
পূজোর মালা গলায় পরে
গেলেন পরলোকে
ভেঙ্গে পড়লো গ্যারেজবাসী
কাঁদছে রামুর শোকে।
রক্ত-মাংসের বিশ্বকর্মা
মরছে রাস্তা ঘাটে;
মরার পর হাজার মানুষ
ঠাকুর দেখতে জোটে।।
*****************
পোষ্ট – নলবনা
জেলা- পশ্চিম মেদিনীপুর
জেলা- পশ্চিম মেদিনীপুর