হারিয়ে ফেলেছি সব
মধুসূদন মাজী
উঠোনের ছাঁচ থেকে বিদায় নিলো চড়াই
মেনে নিলাম অতি সহজে।
এলাকা ছাড়া (বলা ভালো) আকাশ ছাড়া হোল
কাক-চিল-শকুন
সেও মেনে নিলাম নির্বিবাদে।
পাকা রাস্তার শতাব্দী প্রাচীন গাছগুলো সারি দিয়ে
ঢুকে গেলো বিত্তবান জনসেবকের পকেটে
নির্বিকারে সেও মেনে নিলাম।
চোখের সামনের পাহাড়টাও অবশেষে ঢুকে গেলো
পকেটে কালো হাতের ছোঁয়া পেয়ে।
একটা বাক্যও খরচ করলাম না
প্রতিবাদের জন্য।
পাড়ার ভবঘুরে ছেলেটা-
পাশের বাড়ির মেয়েটা-
যখন বাবুদের বাগান বাড়ী ঘুরে-
লাশ হয়ে ফিরলো তখনো
কোন প্রতিবাদ, প্রতিরোধ করতে পারলাম না।
ডারউইনের বিবর্তনবাদ সমীহ করে-
আমরা হারিয়ে ফেলেছি প্রতিবাদ –
মন-মানসিকতা এমনকি ভাষাটাও
উঠোনের ছাঁচ থেকে বিদায় নিলো চড়াই
মেনে নিলাম অতি সহজে।
এলাকা ছাড়া (বলা ভালো) আকাশ ছাড়া হোল
কাক-চিল-শকুন
সেও মেনে নিলাম নির্বিবাদে।
পাকা রাস্তার শতাব্দী প্রাচীন গাছগুলো সারি দিয়ে
ঢুকে গেলো বিত্তবান জনসেবকের পকেটে
নির্বিকারে সেও মেনে নিলাম।
চোখের সামনের পাহাড়টাও অবশেষে ঢুকে গেলো
পকেটে কালো হাতের ছোঁয়া পেয়ে।
একটা বাক্যও খরচ করলাম না
প্রতিবাদের জন্য।
পাড়ার ভবঘুরে ছেলেটা-
পাশের বাড়ির মেয়েটা-
যখন বাবুদের বাগান বাড়ী ঘুরে-
লাশ হয়ে ফিরলো তখনো
কোন প্রতিবাদ, প্রতিরোধ করতে পারলাম না।
ডারউইনের বিবর্তনবাদ সমীহ করে-
আমরা হারিয়ে ফেলেছি প্রতিবাদ –
মন-মানসিকতা এমনকি ভাষাটাও