হারিয়ে যাবে
ভারতী ব্যানার্জী
🌱 🌱 🌱 🌱 🌱
দু – চোখ আমার তোরই প্রতীক্ষায়
রাত তারাদের সঙ্গে কথা বলে।
আমার এখন একলা বিজন রাতে
ডুব দিয়েছি প্রেমের হলাহলে ।।
রাত তারাদের সঙ্গে কথা বলে।
আমার এখন একলা বিজন রাতে
ডুব দিয়েছি প্রেমের হলাহলে ।।
তোরই সাথে উজান বেয়ে যাওয়া
কথায় কথায় মনের ধারা পাতে।
অসময়ে মনের ঘরে ঢেউ
কল্পলোকে জোছনা ঝরা রাতে।।
কথায় কথায় মনের ধারা পাতে।
অসময়ে মনের ঘরে ঢেউ
কল্পলোকে জোছনা ঝরা রাতে।।
আমার যখন ভীষণ কাজের ফাঁকে
তোরই সাথে মনের রুপকথায়।
তোরই স্বপ্ন আমার চোখে ভাসে
তোরই জন্য মনের ধূসর ব্যথায়।।
তোরই সাথে মনের রুপকথায়।
তোরই স্বপ্ন আমার চোখে ভাসে
তোরই জন্য মনের ধূসর ব্যথায়।।
আমি যখন তপ্ত রোদে ঘেমে
তোর জন্য শীতল পাটি ডিজাই।
তুই তো তখন মেঘ পরীদের সাথে
মেঘের দেশে রঙীন হাওয়ার নেশায়।।
তোর জন্য শীতল পাটি ডিজাই।
তুই তো তখন মেঘ পরীদের সাথে
মেঘের দেশে রঙীন হাওয়ার নেশায়।।
আমার তখন ক্লান্তি নামে চোখে
বিষন্ন এই নিঝুম রাতের আকাশ।
তুই তো তখন নতুন সাজে সেজে
মেঘ পরীদের স্বপ্নে গিয়ে জাগাস।।
বিষন্ন এই নিঝুম রাতের আকাশ।
তুই তো তখন নতুন সাজে সেজে
মেঘ পরীদের স্বপ্নে গিয়ে জাগাস।।