কবিতা : বৈপরীত্য
কলমে : শেখ আব্বাস উদ্দিন
এই যে নীলাভ মেঘ, অবাধ্য উর্মি, সুকন্ঠী পাখিদের পালকে মৃত্যুর গান
যেন এক মর্মান্তিক রূপক, আর
তোমার স্বভাব ঔদ্ধত্যের অবহেলা! বিস্ময়
এই যে গহীন জল,
রূপসী রাজহংসীর জলকেলি,
তন্ময় জোৎস্নার নির্বাক ঔদাসীন্য
গভীর অরণ্যে অন্ধকারের নৈশব্দে খসে পড়া
পাতাদের ফিসফিস কণ্ঠস্বর,
মাছের আঁশের চাকচিক্যের কারুকাজ
এসবের বিকল্প কোথায়?
অগণন জ্যোতিষ্ক লোকের সম্মিলিত সভায়
কোলাহলহীন বৈপরীত্য, আর
আমাদের লোমশ প্রেম, শঙ্কিত শিহরন আর
আর্তনাদের শীৎকার।
তৈজসপত্রগুলো থেকে চুইয়ে পড়া গন্ধ,
সংকীর্ণ হয়ে আসা মেঠো পথ,
ক্ষয়িষ্ণু অন্ধকারে নির্ভীক নিশাচর
ঘুমন্ত পৃথিবীর পাহারাদার যেন
অন্ধকার একাকিনী হলে প্রেম নিরাসক্তির বেড়া
ভাঙতে চায়, অস্থির হয়।