কবিতা – বৃক্ষরাজ বটবৃক্ষ
কলমে – পল্লবী দাস
******************************
পথিকের বিশ্রাম স্থল,
ভিক্ষুকের আশ্রয় স্থল।
পাখিদের কলরব,
পশুদের ঘোরা ফেরা।
গ্রীষ্মের দুপুরে বহু মানুষের,
মিলন মেলা চোখের দেখা।
বৃদ্ধ মানুষের গল্পের আসর,
জমজমাটি আড্ডা খানা।
যুব সমাজের পরামর্শে,
প্রানবন্ত খোলা হাওয়া।
তর্ক-বিতর্কের বোঝাপরায়,
কেন্দ্র বিন্দু বট বৃক্ষরাজ।
শিশুর খেলাধুলোর প্রশিক্ষণে,
ছায়া প্রদানকারী বৃক্ষ রাজ।
প্রেম প্রণয়ের সাক্ষাতকারে,
ভালোবাসা আদান প্রদানে।
শহরাঞ্চলে লোডশেডিং,
গ্রামাঞ্চলে মিটিং মিছিল।
গৃহবধূর বৈশাখমাসে পূজোপার্বণ,
ভক্তিভরে দেবতারূপে।
বট বৃক্ষের পাতায়,
পশুদের শান্তির আহার।
বট বৃক্ষের ফলের পুষ্টি,
পাখিদের তেষ্টার সঙ্গী।
বৃক্ষরাজ বটবৃক্ষের শাখাপ্রশাখার,
দান ও ভূমিকা অপূরণীয়।
বৃক্ষ রাজ বট বৃক্ষের সংরক্ষণ,
জন্ম জন্মান্তর প্রয়োজনীয়।
******************************