Spread the love
প্রেম
^^^^^
                   বিশ্বজিৎ কর্মকার 
                  🌱 🌱 🌱 🌱 🌱
প্রেম এতো নিষ্ঠুর কেন তুমি ?
পোড়ো তবু পোড়াও না
জ্বলো তবু জ্বালাও না ।
মাঝে মাঝে প্রশ্ন ওঠে
প্রেম এতো নীরব কেন তুমি ?
তবে কি,এই পৃথিবীতে
তোমাকে প্রকাশ করার ভাষা নেই ?
নাকি , আমরাই বুঝি না প্রেম ?
আমি জানি
তুমি আছো সবার মাঝে
তাই হয়তো জ্বলো, জ্বালাও না
পোড়ো তবু পোড়াও না ।
নিজেকে টিকিয়ে রাখতে চাও পৃথিবীতে
তাই তুমি নীরব
তাই তুমি নিষ্ঠুর ।
            – – – – – – – – – – – – –
            থানা- কালনা
            জেলা- পূর্ব-বর্ধমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *