26/12/2025
  1. "ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…

  2. আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।

3 thoughts on “কবিতা: বাবর  :  ঋদেনদিক মিত্রো ( ভারত ) 

  1. ভালো লাগল কবিতা।তবে তৃপ্তি বিঘ্নতার কারণ ঘটেছে বেশ কিছু শব্দে।
    যেমন – উর্ধে, উদাহারণ, উদাহরন,স্বাস,
    শাশক।

    1. ধন্যবাদ, আব্দুল বাসার খান,
      আপনি আমার কবিতা পড়ে অন্তর থেকে মতামত দিয়েছেন। আমার “বাবর” কবিতা পড়ে আপনি তৃপ্ত, কিন্তু কিছু শব্দের বানানে আপনি অসুখি। আসলে বানান নিয়ে নব্য পন্ডিতদের মাঝে এত রকম মতানৈক্য ও যে যার মতন বানান তৈরি করে চলেন, সেক্ষেত্রে বানানের শুদ্ধতা নষ্ট হচ্ছে। ফলে আমরাও বিভ্রান্ত হই, কোন বানান কখন নেব। এবং বানানের সঠিক, বেঠিক ভুলে গেছি। বেঠিক বলে কিছু নেই। তাই আপনার শুদ্ধ বানান প্রিয়তা আমার মনে শ্রদ্ধা জাগালো। আপাতত কাউকে পেলাম যিনি আমার চিন্তার সাথে মিশতে চেয়েছেন আগের বানানের প্রতি বিশ্বাসে। আচ্ছা, আমি চেষ্টা করবো আগের বানানে কাজ করতে। ভাবতে পারেন, বাঙলা একাডেমিতে বই জমা দিতে হলে পুরস্কারের জন্য, তাহলে তাঁদের বানান দিয়ে বই লিখতে হবে, পশ্চিমবঙ্গে, ভারতে। জানিনা বাংলাদেশে আবার কী আইন বানান নিয়ে। আপনি বাংলাদেশ থেকে বা ভারত থেকে জানিনা, কিন্তু সর্বত্র এই দুর্দশা চলছে। বাধ্য করছে আগের সঠিক বানান সরিয়ে কাজ করতে। চীন একটি দেশ, “ী” মানায়, কারণ এটি বড় ও প্রাচীন দেশ। সেখানে “চিনি” এর “চি” দিয়ে “চিন” মানায় না। মহাত্মা গান্ধী। এখানে “গান্ধী” একটা ভারি ব্যাক্তিত্ব নিয়ে আসে। সেটা করা হয়েছে “গাঁধি”। “কৃষ্ণ” বানানে “ষ্ণ” এর রূপ বদলে করেছে “ষ” এর নিচে “ণ”। এতে “কৃষ্ণ” প্রাচীনতার সৌন্দর্য অপমানিত হয়। “ইস্কুল” করা হল “ইস্ কুল”। আজব যুক্তি দেখিয়ে এইভাবে বাংলা বানানে অনেক অযৌক্তিক অদলবদল করে মানুষের মেধার সুক্ষ্মতাকে নষ্ট করা হচ্ছে। আর সেটাকে সায় দিচ্ছেন পুরস্কার ও পদ লোভি এক শ্রেনীর চাটুকার কবি, সাহিত্যিক, সমালোচক, গবেষক। জানিনা, এর ফলে কি তাঁদের ক্ষতি হচ্ছে না? আসলে তাঁদেরকেও চাটুকার বলতে পারিনা। আসলে তাঁরাও অবস্থার কাছে অসহায়।
      — ঋদেনদিক মিত্রো
      (Ridendick Mitro)
      ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *