বসন্ত অমোঘ
_________________________________
প্রবীর কুমার গুহ
১৪__০২__২০২২
_________________________________
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
বসন্ত খুঁজছে তোমাকে,
একই সঙ্গে আমাকেও !
সে মেলাবেই দু’টি উন্মুখ প্রাণ,
অনুভব দোলায় পৃথিবীর সমস্ত
প্রেমিক মন !
সময়ের মোক্ষম তাড়নায়,
সে সবার হৃদয়ে কড়া নেড়ে যায় ;
মধুর রোমাঞ্চ বিছিয়ে রাখে
কিছু অনাস্বাদিত ক্ষণ,
টের পায় জীবনের সমস্ত ভোর;
অসুস্থ পৃথিবীতে বসন্ত খুবই প্রয়োজন!
যে ঠিক তাকে চেনে,কত যে আনমনে
সময় থেমে রয়___
অপলক চোখের মুগ্ধতায় !
বসন্তের অপূর্ব বিচ্ছুরণে চারপাশে,
অব্যক্ত রাঙ্গা হয়ে থাকে কত হৃদয়
ভেজানো স্বপ্ন,
সব যেন রক্তাভ কৃষ্ণচূড়া !
কখনো
আমার কবিতার ছন্দ ধার করে বসন্ত সিক্ত ভুবন অবিরাম গায় গান,
ছুঁয়ে যায় আলগোছে জ্যোৎস্না বিছানো ছাদে আমারও গোধূলি মন !
আমার সৃষ্টিমালার ক্ষণে ফাগুনের
ঢেউ জাগে____
অদৃশ্য কোকিলার আবেগ মথিত চিকণ
কন্ঠে,প্রেমের প্রকৃতি অবশ হয়ে উন্মুখ হয় অচেনা অনুরাগে !
কাব্য শাখায় শাখায় ফুলের যৌবনে আমার লজ্জা ঢেকে যায়___
আপ্লুত আবেগে টের পাই,চারিদিকে
নব উত্থানে যুগের হৃদয় সৌরভ !
আমিও তো কারোর অনুরাগে কখনো
কোন ক্ষণে,আকুল রক্তিম পলাশ ;
শিমুলেও যে খুঁজেছ,সে আমার’ই
নেশার মাতন!
বাতাসে বাতাসে আমিই বসন্ত রূপে,
উদ্ভ্রান্ত ঢেউ খুঁজি তোমার নিখাদ আবেগের ;
মনের জানালা খুলে সে তুমি দ্যাখো নাতো !
কত বলি,
ফিরায়েওনা ফিরায়েওনা হে অবুঝ;
অভিমানী মূঢ়তা দাও বিসর্জন,
নিঃসংকোচে আজ দাও প্রেম!
বসন্ত জানেনা তো,এ ভুবন আজ অসহায় কত,
আবেগ কুঁকড়ে খোঁজে প্রেম বরাভয় ;
মানবিকতার প্রাণ আজও ভয়ে
ক্ষতবিক্ষত !
তাই বসন্ত থাকুক আজ প্রতিদিন,প্রতি দ্বারে____
খুঁজে নিক সবার হৃদয় !
সে আশায় বাঁধি এখনো মনের খেলাঘর;
কম্পিত স্বরে তবু সুর বুনে বুনে,
পৃথিবীর তরে ভালবাসার গান গেয়ে যাই!
প্রকৃতির শুদ্ধ রঙে রসে,সৃষ্টির আদি থেকেই বসন্ত ছোঁয়াচে ভীষণ ;
গুটি গুটি নিঃসাড়ে,সে বাতাসে ক্রমশ
মাতাল ঝড় হয়ে ভাঙ্গে গড়ে কত না হৃদয়-মন !
সে,
সমস্ত অমানবিক আগল ভাঙার যৌবনদৃপ্ত কণ্ঠস্বর!
বসন্ত হৃদয় হরণী,
ক্ষনিকেই জীর্ণ যা কিছু,সমস্তটাই বদলে দেবার শপথ !
এ মন তাই,নিমগ্ন বসন্তের গভীরে____
হৃদয় উজাড় করে সব প্রেম চায় ;
এ ভুবন বুঝবে কবে বলো,অনাস্বাদিত
প্রেমেই তার,চিরকালীন সুখ ছোঁয়ার মরণ !
প্রেম বেঁচে থাক বা না থাক,আগামীতে ;
আসবেই বসন্ত সকাল,যুগে যুগে ঠিক
নিয়মিত !