কবিতা: বন্ধু
কবি: গোপা দত্ত
(আমেরিকা)
*************
মোরা ভোরের বেলা ফুল তুলেছি
দূলেছি দোলায়।
নুন বানাতে জল খুঁজে ছি
সাগর জলের ধারায়।
চলতে পথে মটরশুটি, হাসনুহানার ছায়া
চাঁদের আলোয় চুপি চুপি
প্রাণের কথা বলায়।
সুরের তালে, গানের সুরে
ইছামতির কিনারায়
দিন কেটেছে, পার হয়েছে
জোয়ার জলে সময় ।
আজো কি সে ডেকে বলে
আয় লে তোরা আয়,
আবার দুজন সাঁঝের বেলায়
আমার কুলে আয়।
আজো আমি বয়ে চলি
পুরানো সেই সূরে ।
আজো তোদের চিনতে পা্রি
থাক না সুদূরে।
ছুটির দিনে আমের আচার
বিকেল বেলার ঝালমুড়ি।
বন্ধু মানে পুরানো সেই
হারিয়ে যাওয়া সুর তুলি।
হারিয়ে যাওয়া দিন গুলো সব
চোখের জলে একাকার।
বুকের মাঝে শুধু ই দোলে
সেদিনের সেই মণিহার।