বঙ্গ জন্মভূমি
মনোরঞ্জন ঘোষাল
আঁখি পাতে মম অপরূপা বঙ্গ জন্মভূমি
সদা যৌবণা হাস্যজ্বল চকিত হিরণ রমণী
আঁখি পাতে মম অপরূপা বঙ্গ জন্মভূমি।
পারিজাত ফুলে নানা রঙা ঢল
জালকায় নদী সদা চঞ্চল
তরু পাখি ফল বহু রকমারি
কূজন ঝিল্লি জোনাকির সারি
হরষিত মন বাহারে
অতুলনীয় শস্য শ্যামল
স্বতন্ত্র পানে আহারে।
নাইযে তোমাতে আমাজন তম
বন্ধুর নও আফ্রিকা সম
নেই সিকতা সাহারা খালি
ওযে জরায় রুগ্ন শ্যাম হীন দেহ বার্ধক্যের ডালি।
তোমা তুহিন শুভ্র ঢাকা নয় দেহ
শৈত্যের জ্বালা বৈধব্যেও
নও মেরু পাহাড়ের থরে
প্রকৃতি তোমারে সাজায়েছে মাগো
লাবণ্যময়ী করে।
গর্ভে ধরেছ জন শত শত
বিলাইতেছ জ্ঞান ধন যত
বৈচিত্রের মিলন ক্ষেত্র অনবদ্য তুমি
আমার নয়নে অপরূপা জননী জন্মভূমি।