আমার গ্রাম
ফারুক বিন কফিল
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
আঁকাবাঁকা মেঠোপথ সারিসারি ঘর
সবুজ-শ্যামল কায়া দুবলার চর।
সুজলা সুফলা জমি চারিধারে তার
সোনার ফসল ফলে,জোগায় আহার ।
সবুজ-শ্যামল কায়া দুবলার চর।
সুজলা সুফলা জমি চারিধারে তার
সোনার ফসল ফলে,জোগায় আহার ।
ছোটো ছোটো দীঘি আছে মাছে ভরপুর
গাছে গাছে পাখি ডাকে সু-মধুর সুর।
আজানের ধ্বনি শুনে খুলে যায় আঁখি
ভোরের স্নিগ্ধ হাওয়া সারা গায়ে মাখি।
গাছে গাছে পাখি ডাকে সু-মধুর সুর।
আজানের ধ্বনি শুনে খুলে যায় আঁখি
ভোরের স্নিগ্ধ হাওয়া সারা গায়ে মাখি।
আমার সে গ্রাম যেনো মমতার খনি
আদর সোহাগ মাখা দু-চোখের মণি।
মিলেমিশে থাকে সেথা হিন্দু-মুসলেম
এক মায়ের সন্তান সম দিয়ে প্রেম।
আদর সোহাগ মাখা দু-চোখের মণি।
মিলেমিশে থাকে সেথা হিন্দু-মুসলেম
এক মায়ের সন্তান সম দিয়ে প্রেম।
শহরের পথে পথে ঘুরি ফিরি কতো
পাইনা কোথাও আমার গ্রামের মতো।
যেখানেই থাকি আমি যতো আলিশানে
আমার সোনার গ্রাম রবে মনে প্রাণে।
পাইনা কোথাও আমার গ্রামের মতো।
যেখানেই থাকি আমি যতো আলিশানে
আমার সোনার গ্রাম রবে মনে প্রাণে।
কাদামাখা সেই পথ, সবুজের মেলা
ছোটাছুটি ছেলেবেলা মজাদার খেলা।
পরে আছে এই প্রাণ তব দ্বারে প্রিয়
মায়ের আঁচল সম ভালোবাসা নিও ।।
ছোটাছুটি ছেলেবেলা মজাদার খেলা।
পরে আছে এই প্রাণ তব দ্বারে প্রিয়
মায়ের আঁচল সম ভালোবাসা নিও ।।