লুকানো ব্যথা-
✍️ফারুক বিন কফিল✍️
অতীত বুকের মাঝে স্মৃতি হোয়ে জাগে
আকাশের বুকে আমি চেয়ে থাকি একা।
সুখের শিশির কণা,নাহি যায় দেখা-
হৃদয়টা কেঁদে ওঠে রাগে-অনুরাগে ।
আকাশের বুকে আমি চেয়ে থাকি একা।
সুখের শিশির কণা,নাহি যায় দেখা-
হৃদয়টা কেঁদে ওঠে রাগে-অনুরাগে ।
প্রেমের গরল পানে আমি দিশেহারা
ছটফট করি শুধু—–প্রেয়সীর টানে ।
কেহো নাই, আছে শুধু সে যে মনে প্রাণে
যার বিয়োগ ব্যথায় আমি গৃহো হারা ।
ছটফট করি শুধু—–প্রেয়সীর টানে ।
কেহো নাই, আছে শুধু সে যে মনে প্রাণে
যার বিয়োগ ব্যথায় আমি গৃহো হারা ।
প্রিয়ার বিরহ ব্যথা, মনে নাহি মানে
নীরব অশ্রুধারায় বুক ভেসে যায়।
বিরহের সেই সুর ভেসে আসে কানে
যে সুরের মূর্ছনাতে, প্রাণ যায় যায় !
মনের সকল ব্যথা বলি গানে গানে
যে ব্যথা লুকিয়ে আছে এই বুকে হায় !!
নীরব অশ্রুধারায় বুক ভেসে যায়।
বিরহের সেই সুর ভেসে আসে কানে
যে সুরের মূর্ছনাতে, প্রাণ যায় যায় !
মনের সকল ব্যথা বলি গানে গানে
যে ব্যথা লুকিয়ে আছে এই বুকে হায় !!