কবিতা :: প্রেম ছিল -আছে-
থাকবে।
কলমে: সুপর্ণা বোস।
কলকাতা, ভারত।
শিয়রে কুন্ডলী করে
পড়ে আছে প্রেম।
কালরাত্রি শেষে স্বপ্ন
ঘুম ভেঙ্গে জেগে উঠবে
আবার।
চোখে জড়ান ভালবাসার
নেশা –
চেতনালুপ্তির পূর্বে স্বপ্ন
হেঁটে যায় অবসাদের
সীমান্তে,
অপেক্ষায় থাকে প্রেম।
বসন্তের দরজায় কড়া নেড়ে
জানান দেয় —
শীত ঘুম শেষে জেগে ওঠার
উৎসব।
জড়ান চোখে ফণা তোলে
কামনা।
চাহিদার আলাপন বেয়ে,
ধেয়ে আসে আলিঙ্গনের
তোড়।
স্বপ্ন মায়ার অন্ধকারে
প্রেমনাগ খেলে বেড়ায়
গুহা মুখ পাশে।
নিশীথ যাপনে অপ্রেম
শ্বাস ফেলে।
পূব তোড়নে প্রেম পথ দেখায়।
—————————————-