Spread the love
আমি 
                     পৃথ্বীমিতা দাস
                   ……………………
জানিনা, যখন নিজের দিকে তাকাই,
কেন নিজেকে চিনতে পারিনা!
অদ্ভুত অস্বস্তি হয় একটা ।
কে আমি?
এই প্রশ্নটা বড় জটিল ।
আমি পৃথ্বীমিতা?
আমি ছাত্র?
আমি গায়ক?
শিল্পী?
নাকি শুধুমাত্র বেকার যুবতী?
সমাজের কাছে কী পরিচয় আমার?
জবার খুজেঁ পাইনি আমি ।
হয়তো “আমি কে”-
এর উত্তর হয়না ।
এজন্যই যুগ যুগ ধরে
মন্দিরের ঘন্টা বেজে চলেছে,
পাঁচ ওক্ত নামাজ পড়ে চলেছে ।
মৃত্যুর পর ধর্ম-জাতি নির্বিশেষে
উপরে তাকিয়ে কোনো এক
অজানা শক্তির কাছে ভিক্ষে চেয়ে যাই ।
কেউ ছুটছে পাহাড়,
কেউ মরু, কেউ সমুদ্রে,
ভূগর্ভস্থ তীর্থভূমিতে ।
না অর্থ, না যশ, না মোহ
কিছুই এই “আমি” নয় ।
তবুও নিরুত্তর জগৎ ।
যুগ যুগান্ত ধরে
উত্তরের আশায় সমগ্র ব্রহ্মাণ্ডের “আমি” !
পৃথ্বীমিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *