অদৃশ্য স্রোতে
।।পার্থদীপ সমাজদার।।
*******************
কেটেছে বেলা নিয়ে বিধাতার খেলা, যতই করি তারে অবহেলা-
কি যে ঘোরে এই মাথার ভিতরে?
বুঝিনি তারে কোন কালে!
আমি চলি সেও চলে আমার সাথে সাথে-
আমার মনের অলি গলি বেয়ে সে চলে আরও দ্রুত জীবনের পথ বেয়ে,
এ পৃথিবী যত জোরে ঘোরে তার চেয়ে বেশী বেগে ঘোরে সে মাথার ভিতরে!
আমি থেমে যাই সব চিন্তা ছেড়ে- খুঁজি তার পথ- প্রভাত সূর্যের আলোকে
ঢেকে যায় মনের আঙিনা কুয়ার মেঘে,
ধোঁয়াশা মাখা চোখে ফিরি শূন্য হাতে,,,
কেটেছে বেলা নিয়ে বিধাতার খেলা, যতই করি তারে অবহেলা-
কি যে ঘোরে এই মাথার ভিতরে?
বুঝিনি তারে কোন কালে!
আমি চলি সেও চলে আমার সাথে সাথে-
আমার মনের অলি গলি বেয়ে সে চলে আরও দ্রুত জীবনের পথ বেয়ে,
এ পৃথিবী যত জোরে ঘোরে তার চেয়ে বেশী বেগে ঘোরে সে মাথার ভিতরে!
আমি থেমে যাই সব চিন্তা ছেড়ে- খুঁজি তার পথ- প্রভাত সূর্যের আলোকে
ঢেকে যায় মনের আঙিনা কুয়ার মেঘে,
ধোঁয়াশা মাখা চোখে ফিরি শূন্য হাতে,,,
জানি না কোন বোধ কাজ করে শরীরে নীরব অনুভূতি নিয়ে?
ফেলে আসা সময়ের পথ বেয়ে ছুটি ঊর্দ্ধ প্রাণে,
যদি পাই তার দেখা বর্তমানের কাছে?
নিষ্ফল অন্বেষণে সময় যায় বর্তমানে-
ভবিষ্যৎ হয় না তো দেখা অকারণ অভিশাপে,,,;
ফেলে আসা সময়ের পথ বেয়ে ছুটি ঊর্দ্ধ প্রাণে,
যদি পাই তার দেখা বর্তমানের কাছে?
নিষ্ফল অন্বেষণে সময় যায় বর্তমানে-
ভবিষ্যৎ হয় না তো দেখা অকারণ অভিশাপে,,,;
লোকে বলে রক্তের প্রবাহে বয়ে যায় জীনের ধারা খরস্রোতে,
মানুষের চরিত্র নাকি সেই আন্দোলিত করে নেপথ্যে!
যুগ যুগ ধরে বয়ে চলা অজানার স্রোত ধারা – হয় নি তো জানা কোন কালে?
সে কি আমার সঞ্চিত ধন- যাকে হারিয়েছি পলে পলে?
কেন এ বিস্ময় ঘোরে ছুটে চলা অকারণ ক্লান্তি ভরে?
পাই নি তারও উত্তর কোন কালে এই মনে!
মানুষের চরিত্র নাকি সেই আন্দোলিত করে নেপথ্যে!
যুগ যুগ ধরে বয়ে চলা অজানার স্রোত ধারা – হয় নি তো জানা কোন কালে?
সে কি আমার সঞ্চিত ধন- যাকে হারিয়েছি পলে পলে?
কেন এ বিস্ময় ঘোরে ছুটে চলা অকারণ ক্লান্তি ভরে?
পাই নি তারও উত্তর কোন কালে এই মনে!
যখন রুদ্ধ করে দিয়েছি জীবনের জ্ঞাত সব পথ-
যখন দিয়েছি ছিঁড়ে জীবনের সব বন্ধন তার আপন হাতে-
পাই নি তবু মুক্তির স্বাদ জীবনের কোন খানে,
নিজেরে বিলিয়েছি মাটির পৃথিবীর ধূলোর সাথে
অনাহূত আশাহীন জীবনের শোষিতের দলে
আপনারে বিলিয়েছি ফুট পথের পাগলা দাসুর সাথে,,
নাম হীন এ সভ্যতার রাজ পথের কুড়ে হীন ভবঘুরে দের সাথে-
নিজেরে বিলিয়েছি এ মধ্য বিত্ত সমাজের ঘরে ঘরে-
উচ্চাশার সুতীব্র অভিঘাতে জীবন করেছে টলমল প্রতি পলে,
নিজেরে মিলিয়েছি সভ্যতার উচ্চ শিখরে- আভিজাত্যের মোড়কে
জীবন পেয়েছি ভোগ আর সম্পদের জৌলুসে
কিন্তু
জীবনের মানে পাই নি খুঁজে কোন খানে৷
যখন দিয়েছি ছিঁড়ে জীবনের সব বন্ধন তার আপন হাতে-
পাই নি তবু মুক্তির স্বাদ জীবনের কোন খানে,
নিজেরে বিলিয়েছি মাটির পৃথিবীর ধূলোর সাথে
অনাহূত আশাহীন জীবনের শোষিতের দলে
আপনারে বিলিয়েছি ফুট পথের পাগলা দাসুর সাথে,,
নাম হীন এ সভ্যতার রাজ পথের কুড়ে হীন ভবঘুরে দের সাথে-
নিজেরে বিলিয়েছি এ মধ্য বিত্ত সমাজের ঘরে ঘরে-
উচ্চাশার সুতীব্র অভিঘাতে জীবন করেছে টলমল প্রতি পলে,
নিজেরে মিলিয়েছি সভ্যতার উচ্চ শিখরে- আভিজাত্যের মোড়কে
জীবন পেয়েছি ভোগ আর সম্পদের জৌলুসে
কিন্তু
জীবনের মানে পাই নি খুঁজে কোন খানে৷
তবে কিসের জীনের ধারা বয় অদৃশ্যে ডিএনএ-র ভিতরে?
কিসের আঘাতে আন্দলিত হয় জীবন- প্রতিক্ষণে ক্ষণে প্রতি পলে?
আমি থামি তবু সে ঘোরে আমার চারিধারে,
এ মাথার ভিতরে, মাথার চারিঘরে, আমার মনের অলিগলি বেয়ে,,
কিসের আঘাতে আন্দলিত হয় জীবন- প্রতিক্ষণে ক্ষণে প্রতি পলে?
আমি থামি তবু সে ঘোরে আমার চারিধারে,
এ মাথার ভিতরে, মাথার চারিঘরে, আমার মনের অলিগলি বেয়ে,,