Spread the love

সমর্পণ

✍️নীল ভাস্কর✍️
সমস্ত বন্যতা তুলে রেখে দিতে পারি আটপৌরে কুলুঙ্গীতে।
ভিতরের চোরাস্রোত এক লহমায় শান্ত করি।
যে দেহপ্রান্তে প্রেম আসে
আর অমানিশির যাবতীয় আল্লাদ জ্বলে ওঠে,
আমি তাকে তুচ্ছ করি ।
শুধু তুমি চাও যদি,
শত মৃত্যুর এমন সহস্রাধিক আক্ষেপ
বয়ে নিয়ে যেতে পারি,
আগামী কীট্ জন্ম অবধি।
আবার অনায়াসে,এই দ্রাক্ষাবাগে নেমে আসা মৃত জোৎস্নায় ভেসে
তোমার দোহদের আর্যপুরুষ হতে পারি ‘পৃথা’
শুধু তোমার জন্য…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *