নির্লজ্জ শহর
ষষ্ঠী কুমার দাস
ব্যানার পোস্টার আর প্রচারের পোশাক শহরের শরীরে
তবুও উলঙ্গ ! সবুজ খেকো শহর আচারে ব্যবহারে!
শহরের বুকে অশান্তি আর্তনাদ দিনদুপুরে!
নির্লজ্জ শহর সবুজ খেকো কত অবুজ দেখো-
ফ্যালফ্যালিয়ে তাকাচ্ছে সবুজ বোরখা গাঁয়ের গায়ে!
সেই গাঁয়ে উমা পাখিটাকে আদর সোহাগে পুসেছি
সে যেন সুস্থ স্বাভাবিক শরীরে যৌবনে পাথর পাসান!
জানো পাখি ইকোপার্ক ভিক্টোরিয়া হাজার দুয়ারী
আর বহুরূপী শহরের আকাশ ধোঁয়ার ঘোমটা ঢাকা
নির্লজ্জ শহরে তোমার স্বপ্ন অঙ্কুরিত হতে পারবেনা!
উমা তুমি পাখি উড়ো হবে কেন পাথর পাসান
নদীর পাড় বালুকাময় চর কিংবা মতিঝিলে আর
আমার বুকে মহা সুখে শান্তিতে! কেন পাথর পাসান!
===================================
গ্রাম ও পোস্ট: গাঙ্গিন
থানা: সুতি
জেলা: মুর্শিদাবাদ