গ্রামের মেয়ে
নাঈম ইসলাম বাঙালি
===============
গ্রামের ভিতর মেঠো পথে
হাট তো রূপসী কন্যা,
ছেলের মনে তাক লাগিয়ে
ভালোবাসার হয় বন্য।
===============
গ্রামের ভিতর মেঠো পথে
হাট তো রূপসী কন্যা,
ছেলের মনে তাক লাগিয়ে
ভালোবাসার হয় বন্য।
দেখে দেখে রাখতো সে যে
কতই ভালো সে থাকতো,
হারিয়ে গেলো হঠাৎ করে
তাকে কোথায় না পায় তো।
কতই ভালো সে থাকতো,
হারিয়ে গেলো হঠাৎ করে
তাকে কোথায় না পায় তো।
চলেছে সে বহুদূরে
গ্রামে থেকে শহরে,
সেখান থেকে মেয়ে অধুনা
সাজিলো কি রূপে রে!
গ্রামে থেকে শহরে,
সেখান থেকে মেয়ে অধুনা
সাজিলো কি রূপে রে!
ছেলের মন যে ভেঙে গেলো
হতাশ হয়ে পড়ছিল,
মেয়ে অধুনা ঢাকায় গিয়ে
কাজটা ভালো কি করলো।
হতাশ হয়ে পড়ছিল,
মেয়ে অধুনা ঢাকায় গিয়ে
কাজটা ভালো কি করলো।
পরিবেশের চলনেই তো
পাল্টে গেছে সংস্কৃতি,
গ্রামের মেয়ে শহর পথে
ভুলে গেলো গ্রামান্তি।
পাল্টে গেছে সংস্কৃতি,
গ্রামের মেয়ে শহর পথে
ভুলে গেলো গ্রামান্তি।