অব্যক্ত শব্দেরা
✍️দ্বিতীয়া প্রামাণিক✍️
কবিতারা নেশা হয়ে জমা আছে মনের কোনে।
ডায়েরির পাতায় পাতায় লেখা আছে শব্দের মিছিল।
আমৃত্যু কাল ধরে অপেক্ষায় আছে ক্ষুধার্ত শব্দেরা।
জনসভার ব্যারিকেড ভেঙে লুটিয়ে পড়েছে, শত শত শব্দের স্তূপ।
মিছিল দিতে দিতে ক্লান্ত পথিক,নিউজের ভিড়ে খুঁজে চলে শত শত শব্দ স্তুপের চিৎকার।
ডায়েরির পাতায় পাতায় লেখা আছে শব্দের মিছিল।
আমৃত্যু কাল ধরে অপেক্ষায় আছে ক্ষুধার্ত শব্দেরা।
জনসভার ব্যারিকেড ভেঙে লুটিয়ে পড়েছে, শত শত শব্দের স্তূপ।
মিছিল দিতে দিতে ক্লান্ত পথিক,নিউজের ভিড়ে খুঁজে চলে শত শত শব্দ স্তুপের চিৎকার।