সত্যের দিকে তাকানো যায় না
**********
মাটি বললো
তুমি আমা হতে এসেছ এবং ফিরতে হবে
আমার কাছেই সুতরাং আমার দিকে তাকাও এবং ঢুকে যাও আমার স্নেহের চাদরে
আমি তাই করলাম।
তুমি আমা হতে এসেছ এবং ফিরতে হবে
আমার কাছেই সুতরাং আমার দিকে তাকাও এবং ঢুকে যাও আমার স্নেহের চাদরে
আমি তাই করলাম।
আকাশ বললো তুমি আমার দিকে তাকাও
দেখো আমার বিশালতা মেঘ বৃষ্টি
তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে বয়ে যাওয়া নদী
সুতরাং প্রণাম করো আমাকে
আমি তাই করলাম।
দেখো আমার বিশালতা মেঘ বৃষ্টি
তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে বয়ে যাওয়া নদী
সুতরাং প্রণাম করো আমাকে
আমি তাই করলাম।
একমাত্র সূর্য আমাকে বললো
আমার দিকে তাকিও না
জ্বলে যাবে ঝলসে যাবে
আমাতে তাকাতে হলে তাকাতে হবে অন্ধকারে
কারন প্রকৃত সত্যের দিকে কেউ তাকাতে পারে না।
আমার দিকে তাকিও না
জ্বলে যাবে ঝলসে যাবে
আমাতে তাকাতে হলে তাকাতে হবে অন্ধকারে
কারন প্রকৃত সত্যের দিকে কেউ তাকাতে পারে না।
*********
দালান জাহান
নলুয়া সখিপুর
টাঙ্গাইল
নলুয়া সখিপুর
টাঙ্গাইল