দহনজ্বালা/ সত্যেন্দ্রনাথ পাইন।২ বৈশাখ ১৪৩০
নতুন বছরে পদার্পণ উপলক্ষে
বিচিত্র সংবাদ দহনজ্বালা
বর্ষবরণে আস্তরণ বিছানো তাপপ্রবাহ।
ছুটি হচ্ছে স্কুল কলেজের সব কিছু
মেঘের আনাগোনা স্তব্ধ, তারসাথে যুক্ত
হাওয়াহীন আর্দ্রতা আর দুর্নীতির বিষবাষ্প।
স্বস্তি নেই কারোর মনে
যেন আবগারি দফতরের এক ফরমান জারি
কেউ আত্মসমর্পণে রাজি নয়
অথচ ভলান্টিয়ার দুষ্কৃতীরা এখনও তীক্ষ্ণতায়
ঘিরে ধরেছে প্রকৃতির প্রয়োগবিধিতে।
বিস্ফোরক সবাই।
সত্য শুধু দহনজ্বালা–
অসহ্য এনকাউন্টারে মানুষ আজ দিশেহারা।
আড়ম্বর নেই, উপলব্ধির ভিতে বিশ্বাসের নাভিশ্বাস।
যাকিছু সংলাপ বাংলা ও বাঙালির
যেমন নববর্ষ উদযাপন বাঙালির ১ লা বৈশাখ
শুধু ভোগান্তিরই পূর্বাভাস।।