রক্তে রাঙা সূর্য
তাপসী ভট্টাচার্য্য
🌱 🌱 🌱 🌱 🌱 রক্ত মাখা লাল সূর্যটা
পূর্ব দিগন্তে উদিত হয়ে
জানিয়ে দেয় আসন্ন বিপদ
পূর্ব দিগন্তে উদিত হয়ে
জানিয়ে দেয় আসন্ন বিপদ
মহা শূন্যে ঝুলিয়ে রাখা অর্ধ মৃত
আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত
ছট্ ফট্ করে সকাল থেকে বিকাল
আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত
ছট্ ফট্ করে সকাল থেকে বিকাল
বিষন্নতা বাড়ে নিরন্ন মানুষের
মৌন বুলবুলির অনুশোচনা
শালিকের কচ্ কচানি ছাতারের ঝগড়া
মৌন বুলবুলির অনুশোচনা
শালিকের কচ্ কচানি ছাতারের ঝগড়া
ঘোমটার আড়ালে মৌমাছি বিভোর
রঙীন প্রেমের গজল গেয়ে চলে
দু্ঃখকে ভুলে বাঁচার এক কৌশল
রঙীন প্রেমের গজল গেয়ে চলে
দু্ঃখকে ভুলে বাঁচার এক কৌশল
প্রীয় লাল গোলাপের মাদকতা
উজ্জ্বল লাল চোখে উদ্ভাবিত
গানের মত্ততায়, কুঁড়ি ফুল ফুটে যায়
উজ্জ্বল লাল চোখে উদ্ভাবিত
গানের মত্ততায়, কুঁড়ি ফুল ফুটে যায়
এলো মেলো ঝড়ে উতালপাতাল ঢেউ
গোমরা মুখে স্থির হয়ে আকাশ
নিরব চোখে জল ঘোলাটে চাহনী
গোমরা মুখে স্থির হয়ে আকাশ
নিরব চোখে জল ঘোলাটে চাহনী
লাল যত প্রিয় আকর্ষণ কারী
ততটাই ভয়ঙ্কর ক্রোধাগ্নী
অতীব নিষ্ঠুর জীবন ঘাতি
ততটাই ভয়ঙ্কর ক্রোধাগ্নী
অতীব নিষ্ঠুর জীবন ঘাতি
*******************
বহরমপুর মুশির্দাবাদ ৭৪২১০১