গলাধঃকরণ
✍️ তপনকান্তি মুখার্জি✍️
সারাদিন রোদ ফেরি করে বাসায় ফেরে দিবাকর।
শরীরের খাঁজে খাঁজে আটকে থাকে অনেক
না – পাঠানো তেজ , যেমন খালি হবার আগে
ডাকবাক্সে পড়ে থাকে না – পাঠানো অনেক চিঠি।
সূর্য জানে , নিঃস্ব হতে নেই সব বিলিয়ে ।
ডাকবাক্স জানে , খালি থালায় নজর থাকে না কারও ।
ডাকবাক্স তাই হাঁ করে সূর্য গিলতে ।
…………
শরীরের খাঁজে খাঁজে আটকে থাকে অনেক
না – পাঠানো তেজ , যেমন খালি হবার আগে
ডাকবাক্সে পড়ে থাকে না – পাঠানো অনেক চিঠি।
সূর্য জানে , নিঃস্ব হতে নেই সব বিলিয়ে ।
ডাকবাক্স জানে , খালি থালায় নজর থাকে না কারও ।
ডাকবাক্স তাই হাঁ করে সূর্য গিলতে ।
…………