ডেঙ্গুমৃত
অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)
ওগো ডেঙ্গি তুমি এসো না গো অমন করে,
মানুষে বাঁচবে তবে কেমন করে…
হায় হায় রে, হায় হায় হায়!
এসে গেছে জ্বর, ব্যথা এমন ভাবে,
যাতে সব ছারখার হয় প্রবল ভাবে…
হায় হায় রে, হায় হায় হায় ..!
মানুষে বাঁচবে তবে কেমন করে…
হায় হায় রে, হায় হায় হায়!
এসে গেছে জ্বর, ব্যথা এমন ভাবে,
যাতে সব ছারখার হয় প্রবল ভাবে…
হায় হায় রে, হায় হায় হায় ..!
মশা তুমি কামড়িও নেকো, আমারে
দিনের বেলায় তুমি থামো এইবারে ..।
জমা জলে ডিম পাড়ো যে
প্লেটলেট কমিও না আর
হায় হায় রে হায় হায় হায় ।।
দিনের বেলায় তুমি থামো এইবারে ..।
জমা জলে ডিম পাড়ো যে
প্লেটলেট কমিও না আর
হায় হায় রে হায় হায় হায় ।।
( কবি পেশায় চিকিৎসক । ইস্ট কলকাতা টাউনশিপ, কলকাতা-১০৭)