অভিসারিকা কল্লোলিনী
।।ড. রঞ্জিত দাস।।
✍️✍️✍️✍️✍️✍️
আকাশ যেমন সীমানা ছাড়িয়ে দিগন্তে হারিয়ে যায়
সূর্য যেমন সোনার আলোয় ভরিয়ে দেয় অসীম জগৎ
চাঁদের জ্যোৎস্নায় যেমন ভরে যায় দূর সীমানা
তেমনি অভিসারিকা কল্লোলিনী প্রেমের বন্যা নিয়ে
কুলুকুলু সঙ্গীতে হারিয়ে যায় শুভ সুন্দরের আমন্ত্রনে।
সবুজ শ্যামল শষ্যের দোল ষেখানে মিষ্টি মিষ্টি হাওয়ায়
যেখানে পাখির কিচির মিচির গানে বিভোর প্রভাতী আলো
যেখানে গাছে গাছে রূপের মেলা নানারঙের কুসুম কলি
যেখানে কাব্যের ভেলা বয়ে যায় হৃদয় গাঙ্গের অন্তপুরে–,
সেখানেই আমার সানন্দ যাত্রা শঙ্খচিলের ডানায় ডানায় ।
সূর্য যেমন সোনার আলোয় ভরিয়ে দেয় অসীম জগৎ
চাঁদের জ্যোৎস্নায় যেমন ভরে যায় দূর সীমানা
তেমনি অভিসারিকা কল্লোলিনী প্রেমের বন্যা নিয়ে
কুলুকুলু সঙ্গীতে হারিয়ে যায় শুভ সুন্দরের আমন্ত্রনে।
সবুজ শ্যামল শষ্যের দোল ষেখানে মিষ্টি মিষ্টি হাওয়ায়
যেখানে পাখির কিচির মিচির গানে বিভোর প্রভাতী আলো
যেখানে গাছে গাছে রূপের মেলা নানারঙের কুসুম কলি
যেখানে কাব্যের ভেলা বয়ে যায় হৃদয় গাঙ্গের অন্তপুরে–,
সেখানেই আমার সানন্দ যাত্রা শঙ্খচিলের ডানায় ডানায় ।
জীবনের গল্প একই ছন্দে বয়ে যায় দেশে দেশান্তরে
বাঁচার লড়াই, অস্তিত্ব রক্ষার সেই অবিরাম সংগ্রাম
সূর্যোদয় থেকে সূর্যাস্ত রোগ শোক যন্ত্রনার হাতছানি
তবুও স্বপ্ন দেখা সুন্দরের, অরূপের বিমুগ্ধ সাধনা
কাব্যের স্বর্গোদ্যানে জীবনের পূর্ণতার অন্বেষণ।
বাঁচার লড়াই, অস্তিত্ব রক্ষার সেই অবিরাম সংগ্রাম
সূর্যোদয় থেকে সূর্যাস্ত রোগ শোক যন্ত্রনার হাতছানি
তবুও স্বপ্ন দেখা সুন্দরের, অরূপের বিমুগ্ধ সাধনা
কাব্যের স্বর্গোদ্যানে জীবনের পূর্ণতার অন্বেষণ।
আমি জীবনের গল্প বলতে চাই, হাসি কান্নার স্বরলিপি
অদম্য চাওয়া পাওয়ার নিত্য নৈমিত্তিক টানাপোড়েন,
চিরন্তন প্রেম বিরহ স্বপ্নদেখার নিত্য নতুন কাব্যকথা
আমার বিবেকের ভাষ্য আমার আবেগের উচ্চারণ
বলতে চাই মনের মানুষকে আমার আত্মার আত্মীয়কে।
_________________________________________________________________
অদম্য চাওয়া পাওয়ার নিত্য নৈমিত্তিক টানাপোড়েন,
চিরন্তন প্রেম বিরহ স্বপ্নদেখার নিত্য নতুন কাব্যকথা
আমার বিবেকের ভাষ্য আমার আবেগের উচ্চারণ
বলতে চাই মনের মানুষকে আমার আত্মার আত্মীয়কে।
_________________________________________________________________
ড.রঞ্জিত দাস,বাগনান, হাওড়া
__________________________________________________
__________________________________________________