ডাকনাম
হামিদুল ইসলাম।
*************
রেসকোর্সের ময়দানে
কখনো ফেলে আসি স্মৃতি
মনটা কখনো হয়ে ওঠে ভূগোলভূমি
গতিময় পৃথিবীর হাতল ধরে ভাবি তোমার ব্যথাতুরা সংলাপ ।।
দুচোখের কোণে ভাসে
অচেনা মানুষ
প্রাচীন কথোপকথন
অরণ্যের বোবা হাঁকডাক
একে একে মিলিয়ে যায় প্রতিদিন অস্পষ্ট মিলনের প্রতীক্ষায় ।।
রাতের ছায়ার মতো
কারা যেনো দরজায় দাঁড়িয়ে থাকে
কাছে গেলে হারিয়ে যায় মন
বাউল সঙ্গীত
আমাকে বরাবর ভাসিয়ে নিয়ে যায় তীর থেকে কোনো নতুন তীরে ।।
ঘর বাঁধতে চাই। হয় না
ফুলের মতো
কবিতা হয়ে পড়ে থাকে স্মৃতিমাখা শৈশব। তোমার চেনা চেনা ডাকনাম ।।
_____________________________________