স্বাধীন নাকি অধীন
টুলটুল দেবনাথ
🌱🌱🌱🌱🌱
সেই কবেই তো আমার দেশ হয়েছে স্বাধীন,
শুধু আমরাই হয়ে রয়েছি ইচ্ছায়,
বা অনিচ্ছায় অন্য কারোর অধীন।
এদিক ওদিকে ঘুরে ঘুরে হতে হয় নাকাল হন্য,
পেটের দায়ে কখনো কখনো হতে হয় পণ্য,
তাদের হাতে যারা অহংকারে উন্মত্ত,
অর্থের দম্ভে হয়ে ওঠে হিংস্র বন্য।
স্বাধীনতা পেয়েছে দেশ,
তবুওকিছু দূর্নীতি-অনিয়ম বদলায়নি,
মিথ্যে মামলা গুলোর শুনানি হয় না।
এখানে সেখানে কত ভাওতাবাজি আর বিজ্ঞাপন,
মুখে মিঠে বুলি হাতের মুঠোতে বন্দী পণ,
কখনো কখনো কিছু মানুষকে মেটাতে হয়
তার জীবন দিয়ে বিসর্জন।
শরীরটা যদি খারাপ করে তবু কাজে যেতে হবে,
সেখানে কাজের ভেতরে লাজ কেড়ে নেবে,
সেরকম আরো অন্য কাজও থাকে।
রক্ত দাও ঘাম ঝরাও সাথে মান ইজ্জত সম্ভ্রম
সব বিকিয়ে দাও তাতে কি!
তাদের তো সন্তুষ্টির প্রয়োজন আছে নাকি!
এ আবার কি এমন বড় কথা,
ভাবিস না এতে ওদের কোন দোষ হয় না,
ওদের কোন বিপদ হবার সম্ভাবনা নেই,
কেননা ওরা তো স্বাধীন।
কেন খলবলিয়ে উঠে না মরা মানুষদের ঠান্ডা রক্ত?
মনে কেন প্রতিবাদের মিছিল হাঁটে না?
কেন কোন উত্তপ্ত স্লোগান বেরিয়ে আসে না?
বেশি তো বেশি না হয় ঝরে যাবি,
মরেই তো আছিস তাহলে ভাবছিসটা কি!
জিজ্ঞেস করি তবে ভয়টা কিসের?
কে এসে দেখবে তোর অভিমানী কান্না?
এত কিছু দেখেও শক্তি জুটাতে পারিস না !
সাহসে ভর করতে পারিস না?
ইচ্ছে করে না আরেকবার স্বাধীন হোস্!
🌱🌱🌱🌱🌱
সেই কবেই তো আমার দেশ হয়েছে স্বাধীন,
শুধু আমরাই হয়ে রয়েছি ইচ্ছায়,
বা অনিচ্ছায় অন্য কারোর অধীন।
এদিক ওদিকে ঘুরে ঘুরে হতে হয় নাকাল হন্য,
পেটের দায়ে কখনো কখনো হতে হয় পণ্য,
তাদের হাতে যারা অহংকারে উন্মত্ত,
অর্থের দম্ভে হয়ে ওঠে হিংস্র বন্য।
স্বাধীনতা পেয়েছে দেশ,
তবুওকিছু দূর্নীতি-অনিয়ম বদলায়নি,
মিথ্যে মামলা গুলোর শুনানি হয় না।
এখানে সেখানে কত ভাওতাবাজি আর বিজ্ঞাপন,
মুখে মিঠে বুলি হাতের মুঠোতে বন্দী পণ,
কখনো কখনো কিছু মানুষকে মেটাতে হয়
তার জীবন দিয়ে বিসর্জন।
শরীরটা যদি খারাপ করে তবু কাজে যেতে হবে,
সেখানে কাজের ভেতরে লাজ কেড়ে নেবে,
সেরকম আরো অন্য কাজও থাকে।
রক্ত দাও ঘাম ঝরাও সাথে মান ইজ্জত সম্ভ্রম
সব বিকিয়ে দাও তাতে কি!
তাদের তো সন্তুষ্টির প্রয়োজন আছে নাকি!
এ আবার কি এমন বড় কথা,
ভাবিস না এতে ওদের কোন দোষ হয় না,
ওদের কোন বিপদ হবার সম্ভাবনা নেই,
কেননা ওরা তো স্বাধীন।
কেন খলবলিয়ে উঠে না মরা মানুষদের ঠান্ডা রক্ত?
মনে কেন প্রতিবাদের মিছিল হাঁটে না?
কেন কোন উত্তপ্ত স্লোগান বেরিয়ে আসে না?
বেশি তো বেশি না হয় ঝরে যাবি,
মরেই তো আছিস তাহলে ভাবছিসটা কি!
জিজ্ঞেস করি তবে ভয়টা কিসের?
কে এসে দেখবে তোর অভিমানী কান্না?
এত কিছু দেখেও শক্তি জুটাতে পারিস না !
সাহসে ভর করতে পারিস না?
ইচ্ছে করে না আরেকবার স্বাধীন হোস্!
টুলটুল
৬.১১.২০১৯
৬.১১.২০১৯