🙏জীবন যুদ্ধ🙏
✍️তপন কুমার তপু✍️
জীবনের কুরুক্ষেত্রে প্রতিনিয়ত যুদ্ধের চলছে আয়োজন,
মনে মনে প্রানে প্রাণে,এ সংসার সমুদ্রের প্রতিটি জীবন,,
কুরু আর পান্ডবের বিচিত্র জগতে দেখি বিচরণ।
শেষ বুঝি হবেনা এ যুদ্ধ যতদিন আছে এ ভুবন।।
সম্মুখ সমরে আমরা শান্তিতে করতে বসবাস,
মন ও সমাজের বুকে খুঁজি শুধু বাঁচার উপায়,
যে যেমন যুদ্ধে নামি,কারো জয় কারো পরাজয়।
কে কা’কে দেয় বলো বেঁচে থাকার আশা ও আশ্বাস।।
প্রকৃতির রুদ্রনীল যুদ্ধ যেন যুগে যুগে সত্যিই বদলায়,
মেঘে মেঘে ঢেকে যায় এজীবনের জীবন বেলা,
দ্রোণাচার্য্য নিষ্ঠুর পদধ্বনি একলব্যের শ্রদ্ধার অবহেলা।
পদদলিত হয় কুরুক্ষেত্রে শ্রী কৃষ্ণের রথের চাকায়।
পৃথিবীতে মানুষের শ্রদ্ধাবনত উপাসনার কোমল হৃদয়,
কুরুক্ষেত্রে যুদ্ধের চিত্র কুরু সেনাদের মত বিপক্ষে চলে যায়,,
মানুষের জীবন যেন, ভরে রাখে সত্যিই প্রার্থনায়।
প্রকৃতির পৃথিবীতে বেঁচে থাকার মুগ্ধ বাসনায়।।
*”””””””*”””””””*””””””””*”‘””””*