***** জীবন নদীর বাঁকে ****
ইব্রাহিম সেখ,রাজারামপুর, মুর্শিদাবাদ (পঃব)
*********************
ভুলে যাওয়ার মতো ভুল হলোনা
জীবন নদীর বাঁকে বাঁকে,
স্মৃতির আকাশ হতে কেবলই উড়ে আসে
মধু মাসের মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে।
একবার দেখে যেও, কেবল রেখে যেও-
সদ্য জন্মানো একটি গোলাপ কুঁড়ি,
কি আর পাবে, পুনরায় নিয়ে যাবে!
যা ছিল আমার, সেটা তুমিই করেছ চুরি।
রক্তের রঙে ফুটেছে পলাশ বসন্তের শাখায়
শিমূল ফুলে মেখেছে গুলাল ভোরের বেলা,
দখিনা বাতাসে সুরভী ভেসে আসে —
চকোর চকোরী করছে প্রেমের খেলা।
তবে কেন শুষ্ক মরুভূমি ভিজে না শিশিরে!
সাগর কী শুকিয়ে হয়েছে দাবানল ভূমি?
আমি, যেমনটি আছি তেমনই থাকি
আশাকরি চিরকাল সুখে থেকো তুমি।
পিছনের সারিতে বসে আছি একাই
কেউ তো রাখেনি রিক্ত মনের খবর,
যতই আড়ম্বর সুখ দুঃখ, প্রেম বিরহ যা-কিছু
অবশেষে একদিন চিরনিদ্রার করব!
রচনাকাল (২৫ শে মাঘ ১৪২৯ সাল)