✍️জালাল আহমেদ✍️
নোয়াখালী অনেক সুন্দর দেখনা তোমরা এসে
নোয়াখালীর মতো এমন জেলা কোথাও নাই দেশে।
বিভাগ হলে নোয়াখালী দেশ উন্নতি হবে
বলনা তোমরা নোয়াখালী বিভাগ দিবে কবে?
নোয়াখালীর মতো এমন জেলা কোথাও নাই দেশে।
বিভাগ হলে নোয়াখালী দেশ উন্নতি হবে
বলনা তোমরা নোয়াখালী বিভাগ দিবে কবে?
জীবন দিলো মুক্তিযুদ্ধে গোপালপুরের ছেলে
শত শত শহীদ হলো তাজা রক্ত ফেলে।
মুধুপুরে রয়েছে বীর বিক্রম ইব্রাহীম সুবেদার খান
আরও আছে হাজারও নোয়াখালীর বীর সন্তান।
শত শত শহীদ হলো তাজা রক্ত ফেলে।
মুধুপুরে রয়েছে বীর বিক্রম ইব্রাহীম সুবেদার খান
আরও আছে হাজারও নোয়াখালীর বীর সন্তান।
দেশের জন্যে জীবন দিলো নোয়াখালী বাসী
তাদের ছোট্ট একটা দাবি কেনো রয়েছে ভাসি
নোয়াখালীর মানুষের মনটা অনেক ভালো
নোয়াখালী বিভাগ হলে দূর হবে দেশের সকল কালো।
তাদের ছোট্ট একটা দাবি কেনো রয়েছে ভাসি
নোয়াখালীর মানুষের মনটা অনেক ভালো
নোয়াখালী বিভাগ হলে দূর হবে দেশের সকল কালো।
বড় বড় যতো শিল্পপতি নোয়াখালীর সবে
সবার প্রাণের দাবি একটাই,নোয়াখালী বিভাগ হবে।
নোয়াখালীর সুনাম ভাসে আকাশে বাতাসে
নোয়াখালীর মানুষ গুলো চাঁদের মত হাসে।
সবার প্রাণের দাবি একটাই,নোয়াখালী বিভাগ হবে।
নোয়াখালীর সুনাম ভাসে আকাশে বাতাসে
নোয়াখালীর মানুষ গুলো চাঁদের মত হাসে।
বিজয়ের পতাকা এখন নোয়াখালীতে উড়ে
নোয়াখালীর মানুষ আছে সারা বিশ্বে জুঁড়ে
নোয়াখালীর মানুষেরা গরীব দুখীকে দেয় যে সেবা
নোয়াখালীর জনগণ মেহমানদারিতে ও সবার সেরা।
নোয়াখালীর মানুষ আছে সারা বিশ্বে জুঁড়ে
নোয়াখালীর মানুষেরা গরীব দুখীকে দেয় যে সেবা
নোয়াখালীর জনগণ মেহমানদারিতে ও সবার সেরা।
শুনেন আমাদের প্রিয় বাংলাদেশ সরকার
এই মুহূর্তে নোয়াখালী বিভাগ দেশে দরকার।
আর করবেন না মাননীয় সরকার এতো ভাবভাবি
নোয়াখালী বিভাগ হবে এইটাই মোদের শ্রেষ্ঠ দাবি।
এই মুহূর্তে নোয়াখালী বিভাগ দেশে দরকার।
আর করবেন না মাননীয় সরকার এতো ভাবভাবি
নোয়াখালী বিভাগ হবে এইটাই মোদের শ্রেষ্ঠ দাবি।